শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৭, ০১:৩৮:৩০

মহানগর মহিলা আওয়ামী লীগে দ্বন্দ্ব চরমে

মহানগর  মহিলা আওয়ামী লীগে দ্বন্দ্ব চরমে

সাইদুল ইসলাম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি নিয়ে আবারও দ্বন্দ্ব, উত্তেজনা ও পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে নেত্রীদের মধ্যে। সম্প্রতি নগর মহিলা আওয়ামী লীগের বিদ্রোহী কমিটির নেতাদের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘোষিত কমিটি বিবৃতি দিয়েছে।

এসব বিষয়ে চট্টগ্রাম নগরে শুরু হয়েছে নানা রাজনৈতিক আলোচনা-সমালোচনা। সব মিলে কর্তৃত্বের বিরোধ চরমে উঠছে বলে জানান সংশ্লিষ্টরা। নগর কমিটি নিয়ে নানা বিষয়ে কেন্দ্রীয় নেতাদের অবহিত করার পরও কোনো ধরনের উদ্যোগ এখনো নেওয়া হয়নি বলে জানান মহিলা আওয়ামী লীগের সংশ্লিষ্টরা। তবে দুই পক্ষের মধ্যে কমিটির বিদ্রোহী গ্রুপ বলছে, বিষয়টি ওবায়দুল কাদের, কেন্দ্রীয় মহিলা নেত্রীসহ অনেককেই জানানো হয়েছে।

অন্যদিকে ঘোষিত কমিটির নেতারা বলছেন, সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে। এখন বিরোধিতা করে কোনো লাভ নেই। দলীয় সূত্রে জানা গেছে, নগর মহিলা আওয়ামী লীগের ব্যানারে নমিতা আইচ সভাপতি ও রেখা আলম সাধারণ সম্পাদক পদ ব্যবহার করে নগরের ওয়ার্ডে ওয়ার্ডে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

বিভিন্ন ওয়ার্ডে তারা কমিটিও গঠন করছেন। ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে ৩১ সদস্যের কমিটি গঠন করেছেন নমিতা আইচ ও রেখা আলম।  এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সম্মেলনে ঘোষিত কমিটির সভাপতি হাসিনা মহিউদ্দিন।

এ নিয়ে গণমাধ্যমে সভাপতি হাসিনা মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আনজুমান আরা চৌধুরী আনজী যুক্ত বিবৃতিতে বলেন, ‘নমিতা আইচ সভাপতি ও রেখা আলম সাধারণ সম্পাদক পদ ব্যবহার করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করছেন। সংগঠনবিরোধী অনৈতিক কার্যকলাপের মাধ্যমে তারা সংগঠন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। বর্ণচোরা নিষ্ক্রিয় বিভেদকামী এসব নেতার সঙ্গে নগর মহিলা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। ’

এদিকে রেখা আলম বলেন, ‘বিষয়টি দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানেন। এ কমিটি পুনর্গঠন করার উদ্যোগ নেবেন বলেও জানিয়েছেন।’ তবে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এভাবে চালিয়ে যাবও বলে জানান তিনি। এ বিষয়ে বক্তব্য নিতে হাসিনা মহিউদ্দিনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি নগরের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের মাধ্যমে হাসিনা মহিউদ্দিন সভাপতি ও আনজুমান আরা চৌধুরী আনজীকে সাধারণ সম্পাদক করে নগর মহিলা আওয়ামী লীগের ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ৬৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। সম্মেলনের দিন প্রবেশ করতে না পেরে বিদ্রোহ করেন সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। পরদিন চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পাল্টা কমিটি ঘোষণা করেন।

এতে নমিতা আইচ সভাপতি, রেখা আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করেন তারা। তা ছাড়া সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিতে নমিতা আইচকে সহসভাপতি ও রেখা আলমকে যুগ্ম সম্পাদক পদে স্থান দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেন। পাল্টাপাল্টি কমিটি নিয়ে তখন দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ছয় মাস পর আবারও দুই পক্ষ বিরোধে জড়িয়েছে।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে