চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সাগরিকা বাজারের বিসিক এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে ৮০ হাজার বস্তা চাল জব্দ করা হয়েছে। অবৈধভাবে চাল মজুত করার দায়ে গুদামের ব্যবস্থাপককে আটক ও গুদামটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মোরাদ আলী।
তিনি বলেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী পাহাড়তলীর সাগরিকা বিসিক এলাকায় আহমেদ ট্রেডিং নামে চালের গুদামে অভিযান চালানো হয়। এ সময় নিয়ম ভেঙে গুদামে চালের অবৈধ মজুত গড়ে তোলায় ৮০ হাজার বস্তা চাল জব্দ করা হয়। সেই সঙ্গে গুদামের ম্যানেজার তারেককে আটক করা হয়। গুদামটিও সিলগালা করে দেয়া হয়।
গুদামের ব্যবস্থাপক তারেক ভ্রাম্যমাণ আদালতকে জানান, মজুত চালের বস্তাগুলো মাসুদ অ্যান্ড ব্রাদার্স নামে একটি চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানের। অভিযান এড়াতে চালগুলো এখানে গুদামজাত করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী। অবৈধ মুজতদার এবং অতিরিক্ত দামে চাল বিক্রী নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এমজমিন
এমটিনিউজ/এসবি