নিউজ ডেস্ক: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য থেকে ৯৮ টন ত্রাণ এসেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পৌনে ৪টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাজ্যের ত্রাণবাহী বিমানটি এসে পৌঁছায়। জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
হাবিবুর রহমান জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে যুক্তরাজ্য এই ত্রাণ বাংলাদেশে পাঠিয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান যুক্তরাজ্যের এ ত্রাণ গ্রহণ করেন। দেশটির ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশলাল এইড (ডিএফআইডি) এর লজিস্টিক্স অফিসার মার্ক কুইন হাবিবুর রহমানের কাছে ত্রাণ হস্তান্তর করেন। এসময় আইওএম-এর চট্টগ্রাম অঞ্চলের অ্যাডমিন ও ফিন্যান্স অ্যাসিসটেন্ট মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রীর ওজন ৯৮ দশমিক ৫২ মেট্রিক টন বলেও জানায় এ সূত্র।
হাবিবুর রহমান বলেন, ‘রোহিঙ্গাদের জন্য চার হাজার ২৬১ পিস তাঁবু পাঠিয়েছে যুক্তরাজ্যের ডিএফআইডি। শিগগিরই এই ত্রাণ কক্সবাজারে পাঠিয়ে দেওয়া হবে।’
এর আগে বৃহস্পতিবার সকালে রোহিঙ্গাদের জন্য ভারত তৃতীয় দফায় ৭০০ মেট্রিক টন ত্রাণ পাঠায়। বেলা ১১টার দিকে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর কাছে এ ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। একইদিন সকালে চীন সরকার দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের জন্য ৫৩ টন ত্রাণ পাঠায়। চীনের ত্রাণবাহী বিমানটি সকাল ৯টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস