শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ০১:৩০:২৬

‘হেফাজতে ইসলাম কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না’

‘হেফাজতে ইসলাম কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না’

চট্টগ্রাম থেকে : হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়, রাজনৈতিক কোনো মোর্চার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই। হেফাজতে ইসলাম কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। কাউকে কোনো নির্বাচনে মনোনয়ন দেবে না বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।

গতকাল চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের উদ্বোধনী দিনে তিনি এ কথা বলেন।  বাবুনগরী বলেন, নির্যাতিত হয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের নাগরিকত্ব দিয়ে ওই দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মুসলিম দেশগুলোকে ভূমিকা রাখতে হবে। তিনি দেশগুলোকে মিয়ানমারের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

চার অধিবেশনের সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম ও মাওলানা লোকমান হাকিম। বক্তব্য রাখেন মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মুফতি আহমদুল্লাহ, মাওলানা হাফেজ নুরুল ইসলাম, মাওলানা ওবাইদুর রহমান খান নদভী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা শেখ আহমদ, মুফতি রহিমুল্লাহ, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা জিয়াউল হোসাইন ও মাওলানা সলিমুল্লাহ।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে