নিউজ ডেস্ক : কিংবদন্তী রাজনীতিবিদ, চট্টগ্রামের মানুষের প্রাণপ্রিয় নেতা, তিনবার নির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আমৃত্যু রাজনীতির সঙ্গে জড়িয়ে ছিলো তার জীবন।
চট্টগ্রাম আওয়ামী লীগের সিংহপুরুষ মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ গভীর রাতেই হাসপাতাল ও তার বাসভবনে ভিড় জমায়। সাধারণ মানুষের মাঝে দফায় দফায় কান্নার রোল ওঠে।
চট্টগ্রামের বর্তমান নগর মেয়র আ জ ম নাছির উদ্দিন সাবেক এই মেয়রকে দেখতে রাতেই ছুটে যান হাসপাতালে। ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে রাতেই শুরু হয় শোক প্রকাশ। চট্টগ্রামবাসী তাকে বীর বলেই জানে।
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামে ১৯৪৪ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মহিউদ্দিন চৌধুরী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন। ১৯৯৪ সাল থেকে শুরু করে ২০০৯ তিন দফায় বন্দর নগরী চট্টগ্রামের সিটি মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।
ভক্ত, অনুগতসহ সবাইকে শোক সাগরে ভাসিয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস