মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৭:২০

চট্টগ্রাম ট্রাজেডি নিয়ে যা বললেন মহিউদ্দিনের পুত্র

চট্টগ্রাম ট্রাজেডি নিয়ে যা বললেন মহিউদ্দিনের পুত্র

চট্টগ্রাম থেকে: সোমবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনার সঙ্গে নাশকতার সম্পৃক্ততা থাকতে পারে। কেউ পরিকল্পিতভাবেও এ ঘটনা ঘটাতে পারেন।

নওফেল বলেন, আর কোনো কমিউনিটি সেন্টারে এ ধরনের ঘটনা ঘটেনি। রীমা কমিউনিটি সেন্টারে কেন এ ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা উচিত। এ ব্যাপারে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত করে বলা যাবে কী ঘটেছে।

শৃঙ্খলা ব্যবস্থায় কোনও ঘাটতি ছিল কিনা জানতে চাইলে নওফেল বলেন, ‘প্রতিটি কমিউনিটি সেন্টারে আমাদের এক থেকে দেড়শ স্বেচ্ছাসেবক ছিল। এ ঘটনায় আমাদের একজন স্বেচ্ছাসেবকও মারা গেছেন। পুলিশও সেখানে ছিল, সুতরাং শৃঙ্খলা ব্যবস্থা পর্যাপ্ত ছিল। এটাই চিন্তার বিষয়। আমরা ঘটনা পেছনের কারণ জানার চেষ্টা করছি।’

তবে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান বলেন, অতিরিক্ত মানুষের চাপে এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তারপরও অন্য কোনো কারণ আছে কিনা, তা যাচাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে