বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭, ০৯:৫৩:১৮

পবিত্র কোরআনের বাণী শুনতে শুনতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি

পবিত্র কোরআনের বাণী শুনতে শুনতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি

লোহাগাড়া (চট্টগ্রাম): পবিত্র কোরআনের বাণী শুনতে শুনতে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক শ্রোতা। লোহাগাড়ার চুনতীর ১৯ দিনব্যাপি সীরতুন্নবী (সাঃ) মাহফিলের সমাপনী দিবসে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন একই উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা সিকদার পাড়ার কবির আহমদ । তার বয়স আনুমানিক ৮০ বছর।

জানা যায়, চুনতী সীরাত মাহফিলের সমাপনী দিবসে প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। বায়তুশ শরফের পীর বাহরুল উলুম মাওলানা কুতুব উদ্দিনের ওয়াজ শোনা অবস্থায় প্যান্ডলে বসা ওই বৃদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়েন। একই দিন রাত ১০টায় সীরত ময়দানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা জুনাঈদ চৌধুরী।

ইউপি চেয়ারম্যান মাওলানা জুনাঈদ চৌধুরী বলেন, বুধবার সকাল নয়টায় মরহুমের ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আখেরি মুনাজাতে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনীতে মুখরিত চুনতী সিরাত ময়দান। তখন ভোর রাত। সুবহে সাদিকের ঠিক আগ মুহূর্ত। ঘন কুয়াশা। কনকনে শীত। হু হু করে কাদঁছে লাখো মানুষ। মুর্হুমুহু আমিন আমিন ধ্বনিতে মুখরিত পুরো এলাকা। ১৯ দিনব্যাপী চুনতী সিরাতুন্নবী (সঃ) মাহ্ফিলের আখেরি মুনাজাতের দৃশ্য এটি। বুধবার ফজরের নামাজের আগে অনুষ্ঠিত হয় আখেরি মুনাজাত। মঙ্গলবার সকাল ৯টা থেকে একটানা আখেরি মুনাজাতের আগ পর্যন্ত চলে নির্ধারিত বিষয়ে বিদগ্ধ আলেমগণের আলোচনা।

সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সমাজসেবক মাওলানা সিরাজুল আরেফিন ছিদ্দিকি। মুহাদ্দিছ মাওলানা ফারুক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মাহ্ফিলে সমাপনী বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী ও মরহুম শাহসাহেব কেবলার দৌহিত্র মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত।

নির্ধারিত বিষয়ে আলোচনা করেন, বায়তুশ শরফের পীর বাহরুল উলুম শাহ্ মাওলানা কুতুব উদ্দিন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহ্সান সাইয়্যেদ, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইয়িদ আবু নোমান, মরহুম শাহ্ সাহেব কেবলার ঘনিষ্ট সহচর ও চুনতী মাদ্রাসার গভনিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা কাজী নাছির উদ্দীন, মাওলানা নাজিম উদ্দিন মোল্লা, মাওলানা খন্দকার মাহবুবুল হক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মুখলিসুর রহমান, অধ্যক্ষ মাওলানা আমিনুল্লাহ, , মাওলানা ইউছুফ বিন নুরী, হাফেজ মাওলানা কামাল উদ্দিন, মাওলানা জাকারিয়া আল হোসাইনি, অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি প্রমুখ।

এই সময় আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান নুরুল আবচার, ইরান সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ড. মাওলানা ইসা শাহিদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হক, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জাহানসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মুনাজাতে আরাকানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করার সময় মুসল্লিদের কান্নার আওয়াজে পরিবেশ ভারী হয়ে উঠে। এছাড়া বাংলাদেশসহ সারা বিশ্বে নিপীড়িত মজলুম আলেমদের জন্যও দোয়া করা হয়।

এর আগে রাত নামার সাথে সাথে ঐতিহাসিক সিরাত ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। প্যান্ডেল ছাড়িয়ে খোলা আকাশের নিচে জড়ো হতে থাকে মুসল্লিরা। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীত উপেক্ষা করে মানুষের উপস্থিতিতে পুরো গ্রাম ভরে যায়। দেশের বিভিন্ন জেলা ছাড়াও পাশের কয়েক রাষ্ট্র থেকে ধর্মপ্রাণ তৌহিদী জনতা মাহফিলে উপস্থিত হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে