শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:৪৪:৫৬

খালেদার রায়কে ঘিরে সতর্ক চট্টগ্রাম বিএনপি

খালেদার রায়কে ঘিরে সতর্ক চট্টগ্রাম বিএনপি

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে সতর্ক অবস্থানে চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপি। সেই সঙ্গে যেকোনো সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলা ও তীব্র প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা।

এ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুরভিসন্ধিমূলক কোনো সাজা ঘোষণা করা হলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে চট্টগ্রাম থেকে তীব্র প্রতিবাদ জানাবে।

এমনটাই জানালেন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতা-কর্মীরা। প্রতিবাদ কর্মসূচির পালনের কৌশল নির্ধারণে দফায় দফায় দলীয় বৈঠকও করছেন বলে জানিয়েছেন বিএনপি ছাত্রদল, যুবদলসহ অন্য সহযোগী সংগঠনগুলো।

আলাপকালে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির একাধিক শীর্ষ নেতা বলেন, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামের ব্যর্থতাগুলো ঝেড়ে এবার আমরা পরিকল্পিতভাবে মাঠে থাকতে চাই। ফলে এ নিয়ে গত কয়েকদিন ধরে নগর ও জেলা বিএনপির নেতারা ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় মতবিনিময় করছেন।

বৃহসপতিবার বিকালেও নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনসহ নগরীর প্রতিটি ওয়ার্ড ও থানা এবং জেলার সকল উপজেলা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। সভায় খালেদা জিয়ার রায়ের পরবর্তী আন্দোলন নিয়েও দিক-নির্দেশনা দেয়া হয়।

শীর্ষ নেতারা বলেন, রায়কে ঘিরে পুলিশ ইতোমধ্যে সারা দেশে গণগ্রেপ্তার শুরু করেছে। তাই পুলিশি গ্রেপ্তার এড়িয়ে আগামী ৮ তারিখ পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ যে করেই হোক সবাইকে সেদিন রাজপথে থাকতে হবে। সেদিন শুধু জেলে নয় প্রয়োজনে রাজপথে রক্ত ঢেলে দিতেও প্রস্তুত নেতাকর্মীরা।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এ প্রসঙ্গে বলেন, খালেদা জিয়ার রায়ের দিন প্রয়োজন হলে স্বল্প সময়ের ব্যবধানে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে প্রতিবাদ বিক্ষোভের পরিকল্পনা নেয়া হয়েছে। এ সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত থাকবে।

নগর বিএনপির সাধারণ সমপাদক আবুল হাশেম বক্কর বলেন, এই মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়ার কোনো ধরনের সুযোগ নেই। তারপরও যদি সরকার কোনো দুরভিসদ্ধিমূলক, ষড়যন্ত্রমূলক রায় দেয় তখন যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।

তিনি বলেন, খালেদা জিয়া ও জিয়া পরিবারকে রক্ষায় এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে থাকবো। অহিংস আন্দোলনের মাধ্যমে তীব্র প্রতিবাদ গড়ে তুলবো। সেদিন আমরা কখনো পিছপা হবো না।

নগর যুবদলের সাধারণ সমপাদক মোশাররফ হোসেন দীপ্তি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অন্যায় রায় দেয়া হলে চট্টগ্রামকে গণঅভ্যুত্থানে পরিণত করা হবে। বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে কিছু দলীয় সিদ্ধান্ত আছে সেগুলো যুবদলের নেতাকর্মীরা জীবনবাজি রেখে বাস্তবায়ন করবে।

নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্যাহ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যদি কোনো অন্যায় রায় দেয়া হয় ছাত্রদল তখন সকল ভেদাভেদ ভুলে রাজপথে থাকবে। ছাত্রদল নেতা-কর্মীরা জীবন দিয়ে হলেও খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায় রায় প্রতিহত করবে। -এমজমিন

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে