চট্টগ্রাম থেকে : আবারও একতরফা জাতীয় সংসদ নির্বাচন হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘যদি আবারও একটা বিতর্কিত নির্বাচন হয়, যদি আলাপ-আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় না পৌঁছাই এবং অস্থিতিশীলতা দূরীভূত না করি, তাহলে আমাদের পরিণতি অমঙ্গলকর হতে পারে। আমরা একটা ভয়াবহতার দিকে অগ্রসর হতে পারি। যেটা কারও জন্য কাম্য নয়।’
২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। এর ফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। বাকি আসনগুলোর ভোট নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে।
তবে ভোট বর্জনের ফলে আগের সংসদে বিরোধী দলের মর্যাদায় থাকা বিএনপি সেটাও হারায়। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার কথা। তবে এবার বিএনপি বলছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না। -বিডি প্রতিদিন
এমটিনিউজ/এসবি