চট্টগ্রাম: চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেভাল একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনের মধ্য দিয়ে জাতির পিতার আন্তর্জাতিক মানসম্পন্ন ও যুগোপযোগি একাডেমি প্রতিষ্ঠার কাঙ্খিত স্বপ্নের পূর্ণতা লাভ করেছে।
২০১০ইং সালের ২৯ ডিসেম্বর এ একাডেমীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬টি পৃথক ভবন ও টেকসই অবকাঠামোগত সমন্বয়ে নির্মিত হয়েছে অত্যাধুনিক এ কমপ্লেক্স। এতে স্থাপন করা হয়েছে ব্রোঞ্জের তৈরী ১৮ ফুট উচ্চতার ও ১৮টন ওজনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতি ভাস্কর্য।
এ যাবৎকালে বাংলাদেশে স্থাপিত ভাস্কর্যের মধ্যে এটিই সর্ববৃহৎ ভাস্কর্য। এর পরে প্রধানমন্ত্রী বানৌজা ঈসা খানে বিএন ডকইয়ার্ডকে আনুষ্ঠাকিভাবে ন্যাশন্যাল স্ট্যান্ডার্ড প্রদান করেন।
এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছেন প্রধানমন্ত্রী। আজ ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১৪টি অন্যান্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এসময় তিনি মুরাদনগর ২ নং গেইট এবং জিইসি মোড় জংশনে ফ্লাইওভার নির্মাণ (আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন, কালুরঘাট মনসারটেক জাতীয় মহাসড়ক ৮১.৯৮ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু, খোদারহাট সেতু, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ, কোতয়ালী, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৫ তলা একাডেমিক ভবন, হাজেরা তজু ডিগ্রী কলেজ, চন্দনগাও, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৫ তলা একাডেমিক ভবন, খলিল মীর ডিগ্রী কলেজ, পটিয়া, চট্টগ্রাম, অাইসিটি সুবিধাসহ ৪ তলা একাডেমিক ভবন, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ, হোয়াকো বনানী কলেজ, রাঙ্গুনিয়া মহিলা কলেজ, পটিয়া পিটিআইয়ের একাডেমিক ভবন নির্মাণ, সীতাকুণ্ড টেনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণ, সরকারী মহিলা কলেজ, আগ্রাবাদ মহিলা কলেজ, পোস্তরপাড় আসমা খাতুন সিটি কর্পেরেশন মহিলা কলেজ নির্মাণ, পারপাস কচিনে মার্কেট নির্মাণ, হর্টিকালচার সেন্টার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটিয়া চট্টগ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস