চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগ নেতা হত্যা মামলার এক আসামি শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছেন। এসময় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ও পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের শাহ আমানত তৃতীয় সেতু থেকে ওই গাড়িবহর যাত্রা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, জনি হত্যা মামলার আসামি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মো. সায়েমের নেতৃত্বে দক্ষিণ, উত্তর, মহানগর ও বিভিন্ন উপজেলার যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।
পরে তারা গাড়িবহর নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাবা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে বেলা ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া হয়ে নগরীতে ফিরে যান তারা।
এসময় আবু সাদাত মো. সায়েম বলেন, মিথ্যা হত্যামামলা দিয়ে একটি প্রভাবশালী মহল তাকে হয়রানি করে যাচ্ছে। জনি হত্যার সঙ্গে তিনি জড়িত না। প্রকৃত আসামিদের আড়াল করতেই এই সাজানো মামলা।
এসময় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহি, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজ, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আজম রিয়াদ, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইকবালুর রহমান ওপেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মো. আরিফ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম জেকি, তানিম মান্নান, ইসতিয়াজ আলম, যুগ্ম সম্পাদক বদরুলদ্দোজা জুয়েল,সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ, হানিফ হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রিপন তালুকদার, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা রমিজ উদ্দিন কানন, মাঈনুর রহমান আসিফ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা শফিউল আজম সোহেল, যুগ্ম সম্পাদক তানজির করিম, পারভেজ, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ আকবর, উত্তর যুবলীগের সদস্য সাজু সিকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ৪ জানুয়ারি নগরীর আন্দরকিল্লাস্থ দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিপক্ষের হামলায় মারা যান দক্ষিণ জেলা ছাত্রলীগের আহবায়ক জনি। পরে জনির ছোট ভাই আবদুল মাজেদ চৌধুরী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি আবু সাদাত মোহাম্মদ সায়েম।
মামলার অন্য আসামিরা হলেন, বাঁশখালীর ফরহাদুল আলম, বোয়ালখালীর আবু জাহেদ, পটিয়ার মো. শামীম, মনির উদ্দিন, লোহাগাড়ায় রফিক উদ্দিন, বাঁশখালীর মো. নোমান ও পটিয়ার মো. ফারুক।
এমটি নিউজ/এপি/ডিসি