বৃহস্পতিবার, ০৩ মে, ২০১৮, ০৮:২৪:৩৩

সেদিন রেস্টুরেন্টে কী ঘটেছিল আদনান-তাসফিয়ার?

সেদিন রেস্টুরেন্টে কী ঘটেছিল আদনান-তাসফিয়ার?

চট্টগ্রাম থেকে : বুধবার (২ মে) চট্টগ্রামের পতেঙ্গা সৈকত থেকে নবম শ্রেণির এক ছাত্রী তাসফিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বন্ধু আদনান মির্জাকে (১৬) আটক করেছে পুলিশ।

তাসফিয়া নগরীর সানসাইন গ্রামার স্কুলের নবম শ্রেণিতে পড়ত। তার বাবা মো. আমিন উদ্দিন পেশায় একজন ব্যবসায়ী। তারা নগরের ওআর নিজাম রোডের রোজ গার্ডেন নামের একটি বাসার পাঁচতলায় ভাড়া থাকতেন। আদনান মির্জা নগরের দক্ষিণ খুলশী এলাকায় থাকে।  সেও সানসাইন গ্রামার স্কুলের শিক্ষার্থী।

সেদিন রেস্টুরেন্টে কী ঘটেছিল আদনান-তাসফিয়ার? জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে আদনানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তাসফিয়ার। মঙ্গলবার (১ মে) তারা দেখা করার জন্য নগরের গোলপাহাড় মোড়ের চায়না গ্রিল রেস্টুরেন্টে যায়। সেদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চায়না গ্রিল রেস্টুরেন্টে ঢোকে তাসফিয়া ও আদনান। ৬টা ৩৭ মিনিটে দুইজনেই বের হয়। সেখানে প্রায় ২২ মিনিট তারা অবস্থান করে। এসময় কি কথা হয়েছিল তাদের মধ্যে?

ওই রেস্টুরেন্টের কয়েকজন ওয়েটারের সঙ্গে কথা বলে জানা যায়, তাসফিয়া-আদনান রেস্টুরেন্টে অবস্থান করেছে ২২ মিনিট। ২ পিস কেক ও ২টি আইসক্রিম অর্ডার করে সামনে আনেন আদনান। এ সময় তাদের মধ্যে তেমন হাসি-খুশির ভাব ছিল না। আইসক্রিমগুলো খেলেও কেক না খেয়ে বের হয়ে যান তারা।

অন্য একজন ওয়েটার জানান, তারা যখন মূল রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন তখন আদনান আগে বের হয়ে যান। এর কয়েক মিনিট পর বের হন তাসফিয়া।

ভিডিও ফুটেজে দেখা যায়, ৬টা ২৯ মিনিটে ওই রেস্টুরেন্টের নিচে নামেন দুজন। এরপর আলাদা সিএনজি অটোরিকশা করে জিইসি মোড়ের দিকে রওনা হয়।

রেস্টুরেন্টের ম্যানেজার রাজিব দে বলেন, ‘আমাদের কাছে দুইটি ফুটেজ আছে। একটা রেস্টুরেন্টের ভেতর ও অন্যটি নিচের। নিচের ফুটেজে দুজনকে আলাদা সিএনজি অটোরিকশা করে যেতে দেখি। তবে অন্ধকার হওয়ায় ওই দুটির অটোরিকশার নাম্বার বোঝা যাচ্ছে না।’

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে