নিউজ ডেস্ক: চট্টগ্রামের মাদক সাম্রাজ্য হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে অন্তত শতাধিক মাদক আস্তানা গুড়িয়ে দিয়েছে পুলিশ। বুধবার (২৩ মে) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। এ সময় গুড়িয়ে দেওয়া শতাধিক ঘর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রেলওয়ের জায়গায় গড়ে ওঠা এ বস্তিতে বসবাসের আড়ালে আবাদে চলে মাদক বেচা-কেনা। এর আগে বস্তিটি উচ্ছেদ করলেও বন্ধ হয়নি মাদক ব্যবসা। সর্বশেষ গত শুক্রবার রাতে এ কলোনিতে র্যারের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হন। এরপর অন্য একটি দল মাদক নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে আজ আস্তানাটি গুড়িয়ে দেয় পুলিশ।
দক্ষিণ চট্টগ্রাম মেট্টপলিটনের (সিএমপি) উপ-কমিশনার মোস্তাইন হোসেন বলেন, আমরা যেখানে অপারেশন করেছি, সেখানে শুধুমাত্র মাদক ব্যবসার জন্য লোকজন অবস্থান করত। এদিকে গত কয়েকদিনে অভিযানে ফলে এখানকার মাদকব্যবসায়ীরা এখান থেকে চলে গেছে।
চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, অভিযানে আমরা রেলওয়ের পারমিটেড ঘর ছাড়া এখানে যে অবৈধ স্থাপনাগুলো ছিল, যেখানে মাদকের আখড়া হিসেবে পরিচিত সেগুলো উচ্ছেদ করা হচ্ছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস