শুক্রবার, ০৪ জানুয়ারী, ২০১৯, ১১:৪৬:০৮

এবার বিদ্যুৎ ব্যবহার করে বিক্রিও করতে পারবে গ্রাহক!

এবার বিদ্যুৎ ব্যবহার করে বিক্রিও করতে পারবে গ্রাহক!

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতায় শুরু হলো ‘নেট মিটারিং’ সিস্টেম। এই পদ্ধতিতে গ্রাহকরা সোলার প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুৎ ব্যবহার করার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রিও করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলার শেখপাড়াস্থ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এই কার্যক্রম চালু করে।

পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর এজিএম (সদস্য সেবা) প্রকৌশলী মো. আকরাম হোসেন খান জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে সরকার নবায়নযোগ্য জ্বালানি পদ্ধতি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। এই পদ্ধতি বাস্তবায়নে ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপন করা হচ্ছে। আর সোলার প্যানেলের সঙ্গে স্থাপন করা হবে ‘নেট মিটারিং সিস্টেম। এই সিস্টেম থাকলে গ্রাহকের বিদ্যুৎ সাশ্রয় কিংবা বিক্রি হবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন গ্রাহকের যদি মাসে ১০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয় আর তিনি সোলার প্যানেল থেকে যদি ২০ ইউনিট বিদ্যুৎও উৎপাদন করতে পারেন তাহলে তাকে সোলারে উৎপাদিত বিদ্যুৎ বাদ দিয়ে মোট ৮০ ইউনিটের দাম দিতে হবে। এতে ২০ ইউনিট এর মূল্য সাশ্রয় হলো। আর কেউ যদি বড় আকারের সোলার প্যানেল ব্যবহার করেন সেক্ষেত্রে তার উৎপাদন ব্যবহারের চেয়েও বেশি হতে পারে। তাহলে অতিরিক্ত বিদ্যুৎ তার কাছ থেকে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ (পল্লী বিদ্যুৎ কিংবা ওয়াপদা) কিনে নেবে। ফলে তিনি লাভবান হবেন। 

এই বিদ্যুৎ কর্মকর্তা বলেন, এই নেট মিটারিং সিস্টেম চালুর জন্য সম্প্রতি কর্তৃপক্ষ তাকে ট্রেনআপ করিয়েছে। ট্রেনিং পেয়ে আরো কয়েকজন কর্মকর্তাসহ তারা শুক্রবার আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর কার্যালয়ে এই নেট মিটারিং সিষ্টেম স্থাপন করেছেন। এটি বাস্তবায়নে আরো সহযোগিতা করেছেন ডিজিএম (কারিগরি) প্রকৌশলী মো. আমজাদ হোসেন, এজিএম (ওএন্ডএম) মো. আবুল বাশার, জুনিয়র ইঞ্জিনিয়ার রফিকুল, লাইনম্যান ইমরুল, শহীদুল প্রমুখ। পর্যায়ক্রমে প্রত্যেক গ্রাহকের ঘরে এই পদ্ধতি স্থাপন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে