চট্টগ্রাম: সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে দীর্ঘ ১২ দিন আইসিইউতে থাকার পর না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুসরাত চৌধুরী।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের পশ্চিম খৈয়াছড়া এলাকার মৃত কবির হোসেন চৌধুরী এবং রেহেনা আকতারের সন্তান নুসরাত। তার স্বামী ফখরুল ইসলাম। নুসরাত চার বছর বয়সী এক কন্যা সন্তানের জননী।
গত ২১শে জানুয়ারি সকাল ১০ টায় চট্টগ্রামের ভাটিয়ারিতে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান নুসরাত। প্রথমদিকে চট্টগ্রামের সিএসসিআর হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসা দেয়া হয় তাকে।
সবাইকে কাঁদিয়ে গতকাল সকাল ১০টায় চমেকে না ফেরার দেশে পাড়ি দেন চবির এই মেধাবী শিক্ষার্থী। আজ আসরের নামাজের পর হালিশহর বি-ব্লক ঈদগাহ মাঠে নুসরাতের জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঘটনার দিন তাৎক্ষণিক অপারেশন করাতে না পারায় নুসরাতের মস্তিষ্কের ভেতরের অংশে রক্ত জমাট বেঁধে ব্রেইন ক্ষতিগ্রস্ত হয়। এমনকি ব্রেইন নষ্ট হওয়ার সম্ভাবনাও ছিলো। প্রাথমিক চিকিৎসার পর পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা সময় নিয়ে ডাক্তাররা অপারেশন করেন।
তখন থেকেই নুসরাত কোমায় এবং আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।
নুসরাতের সহপাঠীরা জানান, নুসরাতের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছিল। চারটি পরীক্ষা শেষ হওয়ার পর পঞ্চম পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ২১শে জানুয়ারি নুসরাত রওয়ানা দিলে পথেই মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন।