চট্টগ্রাম থেকে : পৃথিবীর আলো দেখার পর কেটে গেছে দুই বছর। এ সময়টা বাবা -মায়ের সঙ্গে ছিল মাহফুজুর রহমান নামের শিশুটি। তবে হঠাৎ আচমকা ঝড়ে লণ্ডভণ্ড তাদের সংসার।হারিয়েছে বাবা-মায়ের মমতার কোল, হারিয়েছে ভালোবাসা।
গলায় ফাঁস দিয়েছেন মা আর মায়ের এই হত্যার দায়ে এখন কারাগারে বাবা।কান্নাই যেন একমাত্র সম্বল এই শিশুর। শুধু মাকে খুঁজছে ফিরছে সে।
ঘটনাটি ঘটেছে শনিবার চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা দোতলা মসজিদ এলাকায়। একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূ জান্নাতুল ফেরদৌস (২২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার গৃহবধূর স্বামী গোলাম রাসুলকে (২৫) আটক করা হয়েছে।
জান্নাতুল ফেরদৌসের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ এলাকায়। গোলাম রসুল সন্দ্বীপের বাসিন্দা। তাদের একমাত্র সন্তান মাহফুজুর।
সোহেল সরওয়ারবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জান্নাতুলের স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা জান্নাতুলের মরদেহ দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।
জান্নাতুলের ভাই মনির আহমদ জানান, তার বোন ও ভগ্নিপতির মধ্যে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার দিন খবর পেয়ে বোনের ঝুলন্ত লাশ দেখতে পান তারা।