রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯, ০৮:০৫:৪২

চট্টগ্রামে নেমেছে কমান্ডো বাহিনী

চট্টগ্রামে নেমেছে কমান্ডো বাহিনী

চট্টগ্রাম:বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। রবিবার চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনাটির গুরুত্ব অনুভব করে দ্রুত চট্টগ্রামে নেমেছে তিন বাহিনীর কমান্ডোরা। বিমান বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে সেখানে সেনা নৌ কমান্ডো সহ বিভিন্ন সংস্থার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের কবলে পড়া বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী।

রোববার রাত পৌনে ৮টার দিকে সেনা স্পেশাল ফোর্সের অভিযানে সন্দেহভাজন এক ছিনতাইকারীকে আহতাবস্থায় আটক করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক।

এর আগে বিকালে দুবাইয়ের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই ছিনতাইয়ের কবলে পড়ে বিমানটি। অবস্থা বেগতিক দেখে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করা হয়। জরুরি অবতরণের পরপরই রানওয়েতে বিমানটি ঘিরে ফেলে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে