চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ছিনতাইয়েল কবলে পড়া যাত্রীবাহী বিমানটির এক যাত্রীকে গুলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রতক্ষদর্শীরা। এদিকে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, সন্দেহভাজন অস্ত্রধারী বিজি-১৪৭ নং ফ্লাইটটি ভেতরে দুইজন ক্রু-কে জিম্মি করে রেখেছে। ঘটনার পরপরেই বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। শিগগিরই বিমান বন্দরে প্রবেশ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিমানটির যাত্রী ছিলেন সংসদ সদস্য এবং জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল। তিনি বলেন, 'আমি দেখছি একজন বাঙালি যাত্রীকে গুলি করা হয়। ওই সময় যাত্রীরা বের হয়ে আসেন। সবাই নিরাপদেই বের হন। পাইলট আমার সঙ্গে এসেছিল। সে বলেছে, একজন 'শ্যুট' (গুলি) করেছিল। পাইলট তাকে বুঝানোর চেষ্টা করেছে। ছিনতাইকারী বলেছে, সে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়।'
এদিকে বিমানের একজন ক্রু জানিয়েছেন, 'পাইলট ককপিটের দরজা না খোলায় অস্ত্রধারী ব্যক্তিটি চিৎকার করছিলেন। একপর্যায়ে ওই অস্ত্রধারী উড়োজাহাজের ভেতরে বিস্ফোরণের মতো ঘটান। ততক্ষণে উড়োজাহাজটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।'
আজ রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিজি-১৪৭ নং ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। এই ঘটনার সময় বিমানবন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত নিরাপদে নামতে সক্ষম হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তিসহ বিমানটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাইলটের মাথায় পিস্তল ঠেকিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।