চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টাকারী মাহাদী তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলতে চান। তার সব কথাই মেনে নেয়া হয়েছিল। কিন্তু তিনি হঠাৎ করেই কমান্ডো বাহিনীর ওপর আক্রমণ করে। পাল্টা আক্রমণে তিনি আহত হন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।
রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর চট্টগ্রাম জোনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। লে. কর্ণেল ইমরুলের নেতৃত্বে মাত্র ৮ মিনিটেই এ অভিযান শেষ করা হয়।
এসময় তিনি বলেন, ‘অস্ত্রধারী ছিনতাইকারী ২৫ বছর বয়সী যুবকের নাম মাহাদী। তার হাতে একটি পিস্তল ছিল। তিনি একজন বাংলাদেশি। মাহাদী প্রধানমন্ত্রী ও তার স্ত্রী এবং পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এছাড়া আর কী কারণে তিনি ছিনতাই করতে চেয়েছিলেন তা জানা যায়নি। তার আগেই তিনি আহত অবস্থায় আটক হন এবং পরে নিহত হয়েছেন।