রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:২০:২৯

'ছিনতাইকারীর নাম মাহাদী, হাতে ছিল পিস্তল'

'ছিনতাইকারীর নাম মাহাদী, হাতে ছিল পিস্তল'

চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইকারীর নাম মাহাদী ও তার হাতে পিস্তল ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী। 

রবিবার রাত পৌনে ৯টায় ব্রিফিংয়ে সেনাবাহিনীর চট্টগ্রাম জোনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আরও বলেন, 'যুবককে আত্মসমার্পণের আহ্বান জানায় কমান্ডো বাহিনী। এতে তিনি সাড়া দেননি। বরং তিনি আক্রমণাত্মক হয়ে ওঠে। এরপর স্বাভাবিকভাবেই অ্যাকশনে যায় কমান্ডোরা। এতে তিনি প্রথমে আহত হন এবং পরে তার মৃত্যু হয়।'
এর আগে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিজি-১৪৭ দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা হয়। পরে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।  অবতরণের পর যাত্রীরা বের হবার জরুরী দরজা খুলে বিমানের ডানা বেয়ে নেমে আসে। রোববার বিকালে ঢাকা থেকে উড্ডয়ন করে বিজি-১৪৭ ফ্লাইটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে