চট্টগ্রাম: বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিজি-১৪৭ ছিনতাই চেষ্টাকারীকে আহত অবস্থায় আটক করার পর তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান। তিনি বলেন, তার কথাবার্তায় অসংলগ্নভাব ছিল।
অভিযান সমাপ্ত হওয়ার পর সিভিল অ্যাভিয়েশন কার্যালয়ে এ বিষয়ে ব্রিফিং করে ঘটনার বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানান বেসামরিক বিমান কর্তৃপক্ষের এই নতুন চেয়ারম্যান।
রোববার বিকালে দুবাইয়ের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই ছিনতাইয়ের কবলে পড়ে বিমানটি।
নাইম হাসান বলেন, কমান্ডো অপারেশনের মাধ্যমে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমান ছিনতাই চেষ্টাকারীকে আহত অবস্থায় আটক করা হয়েছে।নাইম হাসান বলেন, আটক যুবককে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তার কথাবার্তায় অসংলগ্নভাব ছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ৭টা ১৭ মিনিটে অভিযান পরিচালনা করে। এটি শেষ হয় ৭টা ২৫ মিনিটে। এ সময় ছিনতাই চেষ্টাকারীকে আহত অবস্থায় আটক করা হয়।
বিমানটির সব যাত্রী ও ক্রু সুস্থ রয়েছেন বলেও তিনি জানিয়েছেন।
বিমানের ফ্লাইটটি যখন মাঝ আকাশে, তখন এক ব্যক্তি পাইলটকে অস্ত্র ঠেকিয়ে উড়োজাহাজটি জিম্মি করেন।অবস্থা বেগতিক দেখে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করা হয়। এর পরপরই রানওয়েতে বিমানটি ঘিরে ফেলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ।