সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:৪৫:৫২

৮ মিনিটের কমান্ডো অভিযান

৮ মিনিটের কমান্ডো অভিযান

চট্টগ্রাম:আট মিনিটের কমান্ডো অভিযানে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের উড়োজাহাজ ময়ূরপঙ্খী ছিনতাইয়ের চেষ্টাকারী যুবককে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

রোববার রাতে চট্টগ্রামে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

মতিউর রহমান বলেন, সন্ধ্যা ৬টায় জানার পর দ্রুততম সময়ে বিমানবন্দরে উপস্থিত হয়ে অত্যন্ত সফল একটা কমান্ডো অভিযান পরিচালনার মধ্য দিয়ে মাত্র ৮ মিনিটের মধ্যে এই ছিনতাইচেষ্টার অবসান ঘটানো হয়েছে।

তিনি বলেন, ছিনতাইকারীর বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। তিনি নিজেকে মাহাদি বলে পরিচয় দিয়েছে। আমরা প্রথমে তাকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তিনি এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার ওপর স্বাভাবিক অ্যাকশন নেওয়া হয়েছে।

মেজর জেনারেল মতিউর রহমান জানান, ওই ব্যক্তি প্রথমে গুলিতে আহত হন এবং পরে মারা যান। এ ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। বিমানেরও কোনও ক্ষতি হয়নি। ইতোমধ্যে বিমানটিকে চলাচল করার জন্য নিরাপদ ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু মিলে উড়োজাহাজটিতে মোট ১৪৮ জন আরোহী ছিলেন। তাদের প্রত্যেকেই অক্ষত অবস্থায় বিমান থেকে বের হয়ে এসেছেন।

ছিনতাইকারী প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন জানিয়ে জিওসি মতিউর রহমান বলেন, অভিযান ও তার সঙ্গে কথোপকথন এক সঙ্গে হয়েছে।

তিনি বলেন, বিমান ছিনতাইয়ের ঘটায় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ছিনতাইকারীর সঙ্গে কথোপকোথন করা। সেটার মধ্য দিয়ে ছিনতাইকারীকে ব্যস্ত রাখা হয়। এ কাজটি আমাদের বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল মফিজ অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে