চট্টগ্রাম থেকে : এবার বাস থেকে লাফ দিয়ে নিজের সম্ভ্রম রক্ষা করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের এক ছাত্রী। বৃহস্পতিবার বিকালে কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার বিকালে এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় বাসের চালক ও সহকারিকে আসামী করা হয়।
কোতোয়ালী থানা ওসি মোহাম্মদ মহসিন বলেন, ওই শিক্ষার্থী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় বাস চালক ও সহকারিকে আসামি করা হয়েছে। বাসটির নাম্বার বাদির জানা নেই। এরপরও বাসটি শনাক্ত করে আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতারের চেষ্টা করছি।
জানা যায়, ওই শিক্ষার্থী বৃহস্পতিবার বিকালে ক্লাস শেষ করে চবি ১ নং গেইট থেকে ৩ নং রুটের বাসে ওঠেন। বাসটি নগরের রিয়াজুদ্দিন বাজার এলাকায় পৌঁছালে ওই ছাত্রী ছাড়া সবাই নেমে যান। তখন তিনি একা হয়ে যান। এসময় হঠাৎই বাসটি রুট পরিবর্তন করে স্টেশন রোডের দিকে চলতে শুরু করে।
ছাত্রী আতঙ্কগ্রস্থ হয়ে বাস ড্রাইভারকে বাস থামাতে বললে বাসের সহকারি গলায় ওড়না পেঁচিয়ে তার শ্বাসরোধ করার চেষ্টা করে। সেসময় দম বন্ধ হয়ে আসলে মেয়েটি আত্মরক্ষার্থে তার হাতে থাকা মোবাইল দিয়ে হেলপারটিকে আঘাত করে চলন্ত বাস থেকেই লাফ দেয়। পরে একজন রিকশাওয়ালার সাহায্যে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে বাসায় ফিরেন।