স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলেও হার দিয়েই শেষ হল মাশরাফি বাহিনীর ইংল্যান্ড ও ওয়ালস অভিযান। পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানের হার দেখে বাংলাদেশ। এবার না হলেও আগামী ২০২৩ ভারত বিশ্বকাপে বাংলাদেশ ফেভারিট হিসেবে খেলবে বলে মনে করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তিনি বলেন, ‘যেহেতু আগামী বিশ্বকাপ ভারতে হবে, তাই বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবে সেটা বলবো না। তবে এতোটুকু বলবো আগামী বিশ্বকাপে বাংলাদেশ অবশ্যই ফেভারিট হিসেবে মাঠে নামবে।’
এবারের বিশ্বকাপে ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন ওয়ানডে সের অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে ৫০০ ও ১০ উইকেটের মালিক এই টাইগার অলরাউন্ডার। বিশ্বকাপে দুই সেঞ্চুরি সহ ৫ ফিফটি রয়েছে তার নামের পাশে। এমন পারফর্মন্সে তাকে কেউই সঙ্গ দিতে পারেনি বলে দুঃখ্য প্রকাশ করেন টাইগার অধিনায়ক মাশরাফি।
তিনি বলেন, ‘সাকিব দুর্দান্ত খেলেছেন। ব্যাট হাতে সাকিবকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেনি। আমি সাকিবকে সরি বলতে চাই। আমরা যদি সাকিববে সঙ্গ দিতে পারতাম তাহলে টুর্নামেন্টে ভিন্ন কিছু হতে পারতো।’
৯ ম্যাচে তিন জয় ও ৫ হারে তালিকার সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করলো টাইগাররা। এবারের আসরে ব্যাটিং ভালো করলেও বোলিং ও ফিল্ডিংয়ে নাজেহাল অবস্থা বাংলাদেশের। এনিয়ে ‘ক্যাপ্টেন ম্যাশ’ বলেন, ‘আমরা ভালোই ব্যাটিং করেছি। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা খুবই বাঁজে ফিল্ডিং করেছি। যেটা মূল্য দিতে হয়েছে। আপনি আপনার শতভাগ উজার করে দিলেও মাঝেমধ্যে আপনা ভাগ্যও প্রয়োজন।’
বিশ্বকাপের শুরুতে নিজেকে মেলে ধরতে পারেননি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। তবে শেষ দিকে স্বরূপে ফরেছেন মুস্তাফিজ। ৮ ম্যাচে ২০ উইকেট নিয়ে সেরা বোলারের তালিকায় দ্বিতীয় স্থানে এই কাটার মাস্টার। মুস্তাফিজকে নিয়ে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ যখন ক্যারিয়ার শুরু করে তখন তার বল খেলাই যেত না। সে ইনজুরিতে পরেছে, তারপরও আয়ারল্যান্ড সিরিজে ভালো করেছে। আশা করি সামনে সে ইনজুরিতে পরবেনা। মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেটের সম্পদ।’
ক্রিকেট থেকে অবসর নিয়ে মাশরাফি বলেন, ‘আমি এখন বাড়ি ফিরতে চাই। বাড়ি ফিরে ক্যারিয়ার নিয়ে ভাববো। তারপর চুড়ান্ত সিদ্ধান্ত নিবো। ধন্যবাদ সব সমর্থকদের, যারা আমাদের সমর্থন দিয়েছেন। আশাকরি পরবর্তীতে আমরা তাদের খুশি করতে পারবো।’