চট্টগ্রাম থেকে : যারা জিএম কাদেরের বিরোধিতা করছে তারা জাতীয় পার্টির শত্রু। কারণ তারা বারবার জাতীয় পার্টিকে বিতর্কে ফেলছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টায় কক্সবাজারের হোটেল শৈবালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ প্রসঙ্গে ফিরোজ রশীদ বলেন, ‘যারা জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে চ্যালেঞ্জ করছেন তারা পার্টির গঠনতন্ত্রকে অস্বীকার করছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরই চেয়ারম্যান। জিএম কাদেরের নেতৃত্ব চট্টগ্রাম বিভাগীয় জাতীয় পার্টি সমর্থন করে।’
এ সময় দলীয় গঠনতন্ত্রের ব্যাখ্যা করে কাজী ফিরোজ রশিদ বলেন, ‘গঠতন্ত্র অনুযায়ী দায়িত্বরত চেয়ারম্যান যাকে দায়িত্ব হস্তান্তর করবেন তিনিই চেয়ারম্যান হবেন। প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ জিএম কাদের সাহেবকে লিখিতভাবে চেয়ারম্যান করেছেন। যা গঠনতন্ত্র মোতাবেক হয়েছে।’
জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচন করা তিনি বলেন, ‘১৬ জন সংসদ সদস্যের সম্মতি নিয়ে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে প্রস্তাব করা হয়। সবার মতামত অনুযায়ী এ প্রস্তাব করা হয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন– সাবেক সংসদ সদস্য খোরশেদ আরা হক, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফি, কেন্দ্রীয় নেতা মুহিবুল্লাহ, অ্যাডভোকেট মো. তারেক, মাস্টার মনঞ্জুর আলম, নাজিম উদ্দিনসহ চট্টগ্রাম বিভাগের শীর্ষ নেতারা।