শুক্রবার, ০১ নভেম্বর, ২০১৯, ০১:০২:১০

যাত্রীবাহী ট্রেন মাঝপথে ফেলে শ্বশুরবাড়ি গেলেন পরিচালক!

যাত্রীবাহী ট্রেন মাঝপথে ফেলে শ্বশুরবাড়ি গেলেন পরিচালক!

চট্টগ্রাম: ট্রেন পরিচালকের (গার্ড) শ্বশুরবাড়ি রেল লাইনের কাছেই। ট্রেনটি হাটহাজারী স্টেশনে থামার পর কাউকে না বলে পরিচালক চলে যান শ্বশুরবাড়িতে। এদিকে পরিচালকের সিগন্যাল ছাড়া ট্রেন ছাড়া হয় না। ফলে ট্রেনটি ঠাঁই দাঁড়িয়ে থাকে স্টেশনে। প্রায় এক ঘণ্টা পর রেলের অন্যান্য স্টাফদের ফোনে পরিচালক ফিরে এসে ট্রেন চলার সংকেত দেন। এরপর ট্রেন ছাড়ে। পরিচালকের এ রকম দায়িত্বহীন আচরণে অসন্তোষ প্রকাশ করেন যাত্রীরা।

বৃহস্পতিবার ওই গার্ডকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। চট্টগ্রাম-নাজিরহাট কমিউটার ডেমু-৪ ট্রেনের পরিচালক মো. জুনায়েদ এ কা'ণ্ড ঘটিয়েছেন।
ওই ট্রেনের লোকোমাস্টার ছিলেন মো. মহিউদ্দিন। গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) নাজিরহাট থেকে ঠিক সময়ে ছেড়ে আসে ট্রেন। হাটহাজারী স্টেশনে ডেমু ট্রেনটি থামলে গার্ড জুনায়েদ কাউকে না বলে ৫ কিলোমিটার দূরের শ্বশুরবাড়িতে চলে যান।

গার্ডের সিগন্যাল না পাওয়ায় লোকোমাস্টার মহিউদ্দিন ট্রেন ছাড়তে পারেননি। গার্ডকে না পেয়ে তিনি স্টেশন মাস্টার মো. আরিফের মাধ্যমে পাহাড়তলী কন্ট্রো'ল অফিসকে বিষয়টি অবহিত করেন। পরে টেলিফোন পেয়ে হাটহাজারী থেকে সিএনজি অটোরিকশা নিয়ে ফতেয়াবাদ আসার পর ওই ট্রেন ছাড়ে। এতে প্রায় এক ঘণ্টা দুর্ভো'গ পোহা'তে হয় যাত্রীদের।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ট্রেনের গার্ডকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে