বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ০৮:২৭:২৯

থানায় জিডি করতে এসে টেবিল থেকে পুলিশ অফিসারের মোবাইল চুরি!

থানায় জিডি করতে এসে টেবিল থেকে পুলিশ অফিসারের মোবাইল চুরি!

চট্টগ্রাম থেকে : স্মার্ট কার্ড হা'রি'য়ে গেছে তাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন আবদুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ। এ সময় ডিউটি অফিসার তার জিডি করে দিতে সহায়তা করেন। 

তবে জিডি করে চলে যাওয়ার সময় টেবিলে থাকা ডিউটি অফিসারের মোবাইল ফোনটি চু'রি করে নিয়ে যান আবদুর রহমান। চট্টগ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শম্পা হাজারী বা'দী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

বুধবার (২৭ নভেম্বর) সকালে এ রকম ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায়। পরে সন্ধ্যায় পুলিশের হাতে গ্রে'ফ'তার হয়েছেন মোবাইল চো'র আবদুর রহমান। আবদুর রহমান নগরের কোতোয়ালি থানার ১ নম্বর বংশাল রোডে থাকেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, ডিউটি অফিসারের কক্ষ থেকে মোবাইল চু'রির ঘটনায় আবদুর রহমানকে গ্রে'ফ'তার করা হয়েছে। তার কাছ থেকে চু'রি হওয়া মোবাইল ফোনটি উ'দ্ধা'র করা হয়েছে।

ওসি মহসীন জানান, সকাল ১১টার দিকে স্মার্ট কার্ড হা'রি'য়ে গেছে জানিয়ে থানায় জিডি করতে আসেন আবদুর রহমান। ডিউটি অফিসার তার জিডি লিপিবদ্ধ করেন। পরে আবদুর রহমান থানা থেকে চলে যাওয়ার সময় টেবিলে থাকা ডিউটি অফিসারের মোবাইল ফোনটি চু'রি করে নিয়ে যান। পরে থানার সিসিটিভি ফুটেজে বিষয়টি ধ'রা পড়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে