মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:১৬:৪৫

চট্টগ্রামে যুব তবলীগ মাহফিলে নবীপ্রেমিক ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল

চট্টগ্রামে যুব তবলীগ মাহফিলে নবীপ্রেমিক ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল

চট্টগ্রাম থেকে : বিশ্বব্যাপী অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের বাস্তবায়নে চট্টগ্রাম বায়েজিদস্থ গাউছুল আজম সিটিতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে ৬৬তম পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার অনুষ্ঠিত মাহফিলে নবীপ্রেমিক ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। নবী প্রেমের উজ্জ্বল নক্ষত্র হযরত গাউছুল আজম উল্ল্যেখ করে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে বক্তারা বলেন, যুগে যুগে সৃষ্টিকে হেদায়তের জন্য মহান আল্লাহ পাক এক এক যুগে এক একজন হাদীস বা পথ প্রদর্শক প্রেরণ করে থাকেন। যারা যুগ সংস্কারের দায়িত্ব পালন করেন।

ওই সমস্ত হাদীরা তত বেশি উচ্চ মর্যাদাসম্পন্ন হয় যারা যত বেশি নবী (দঃ) এর প্রেম সাগরে নিজেদেরকে নিবেদন করতে পেরেছেন। বেলায়তের পথপরিক্রমায় হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ) নবী প্রেমের পথ ধরে তাওয়াজ্জুহর মাধ্যমে মানবজাতিকে হেদায়তের শাশ্বত শান্তির সোনালী পথের সন্ধান দিয়েছেন তা চির স্মরণীয়। সভ্যতার চ'র'ম উৎ'ক'র্ষতার যুগে এসে আমরা পেয়েছি এমন একজন কালজয়ী রাহবার যিনি কাগতিয়ার নিভৃত পল্লি থেকে যে আধ্যাত্মিক বিপ্লবের সূচনা করেছেন তা বিশ্বময় ছড়িয়ে পড়েছে।

কাগতিয়ার মহান মোর্শেদ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসুল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর অনুসৃত তরিক্বতে এসে নূরে মোস্তফা গ্রহণের মাধ্যমে আলোকিত মানুষ তথা ইনসানে কামেলে প'রিণ'ত হচ্ছে।

মাহফিলে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের হুজুর ক্বেবলা অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকায় তার লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, আজ থেকে চৌদ্দশত বছর পূর্বে আইয়্যামে জাহেলিয়াতের ঘো'র অমানিষা ভে'দ করে পূর্ণিমার চাঁদের মতো হেদায়তের আলো ছড়িয়ে উদিত হয়ে তশরীফ এনেছিলেন হায়াতুন নবী হুজুর আকরাম (দঃ) যার আগমনে ধন্য হয়েছিল সমগ্র কুল কয়েনাত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন, আলহাজ্ব মুহাম্মদ নূর খান, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ জসীম উদ্দীন নূরী, মাওলানা ইউছুফ মুনিরী, মাওলানা মুহাম্মদ আব্দুল হক ও বীর মুক্তিযো'দ্ধা ছিদ্দিকুর রহমান প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে