সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১১:৪৪:১১

রিকশাচালক, পথচারীদের হাতে ফুল দিয়ে সেনারা বলেন, চাচা ঘর থেকে একটু কম বের হবেন

রিকশাচালক, পথচারীদের হাতে ফুল দিয়ে সেনারা বলেন, চাচা ঘর থেকে একটু কম বের হবেন

নিউজ ডেস্ক : ‘ঈদগাঁও বাস স্টেশনে সেনাবাহিনীর গাড়ি দেখে আমি দৌঁড়ে পালাচ্ছিলাম। এমন সময় এহসান নামের এক সেনাসদস্যকে গাড়ি থেকে নেমে পথচারীদের ফুল দিতে দেখে আমিও তার দিকে এগিয়ে যাই। তিনি আমার হাতেও ফুল ধরিয়ে দেন।’ বললেন আলাউদ্দীন নামের এক পথচারী।

এ সময় তিনি আরো বলেন, ‘পথচারীদের সবার হাতে ফুল দিয়ে সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে অবগত করছেন। একই সঙ্গে বিনা কারণে বাজারে ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থান করার অনুরোধ জানাচ্ছেন সেনা সদস্যরা।’

সেনাবাহিনীর সদস্যদের দেখলেই ভ'য়ে মানুষ পালায় সেখানে সেনারাই এগিয়ে গিয়ে ফুলের তোড়া তুলে দিচ্ছেন লোকজনের হাতে। সেনা সদস্যরা বিনয়ের সাথে বলছেন, ‘আজ ভ'য় নয়, আজ আমাদের সবাইকে সচেতন হবার সময়। সচেতন হয়েই মরণব্যা'ধী করোনা থেকে সবাইকে রক্ষা পেতে হবে।’

এদিকে কক্সবাজারের রামুর ১০ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা কক্সবাজার জেলাসহ দক্ষিণ চট্টগ্রামের ৮টি উপজেলা জুড়ে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। সেনারা প্রতিটি স্টেশনে লোকজনদের ফুলের তোড়া দিয়ে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে।

এদিকে পেটের দায়ে ঈদগাঁও বাস স্টেশনে মনিরুজ্জমান তার রিকশা নিয়ে অপেক্ষা করছিলেন যাত্রীর জন্য। তিনি বলেন, ‘এমন সময় সেনাবাহিনীর এক সদস্য আমার দিকে এগিয়ে আসতে দেখে ভ'য়ে আমার হাত-পা কাঁপছিল। কিন্তু সেনা সদস্য আমাকে হাতে ফুল দিয়ে সাহস যোগিয়ে বললেন চাচা, ভ'য় নেই। যদি সম্ভব হয় বাড়ি থেকে একটু কম বের হবেন।’

এ সময় রিকশাচালক মনিরুজ্জামান বলেন, ‘গরিবের প্রতি সেনাবাহিনীর এমন ভালোবাসা দেখে আমার চোখে পানি চলে আসে। আমি সেনা সদস্যদের সম্মান জানাতে সঙ্গে সঙ্গে রিকশা নিয়ে বাড়ি ফিরে আসি।’ তিনি আরো জানান, অনেকেই তার মতো বাড়ি ফিরে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে