রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ০৭:০১:২৭

ছবি তুলে ত্রাণ কেড়ে নেয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ছবি তুলে ত্রাণ কেড়ে নেয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চট্টগ্রাম থেকে : ছবি তুলে ত্রাণ কেড়ে নেয়া চট্টগ্রামের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছারকে বরখা'স্ত করা হয়েছে। রবিবার বিকালে তার বহি'ষ্কার আদেশের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। বরখা'স্ত হওয়া ইউনিয়র পরিষদ চেয়ারম্যান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ''ত্রাণ অনি'য়মের অ'ভিযোগ প্রমাণিত হওয়ায় মির্জাপুরের চেয়ারম্যান নুরুল আবছারকে বরখা'স্ত করা হয়েছে। ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ১নং প্যানেল চেয়ারম্যান।''

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়াম্যান নুরুল আবছার গত ৬ এপ্রিল ত্রাণ দেয়ার কথা বলে ২৬টি পরিবারকে পরিষদে ডেকে নেয়। এরপর ফটোসেশন করে তাদের কাছ থেকে ত্রাণ কেড়ে নেয়। এর প্রতিবা'দ করায় ওই পরিবারগুলোর উপর হা'মলা চালায় চেয়ারম্যানের লোকজন। এ ঘটনায় সংবাদ প্রকাশিত হলে তো'লপা'ড় সৃষ্টি হয়। এরপর বিত'র্কিত এ চেয়ারম্যানকে ব'হি'ষ্কার করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে