বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ০৭:৫৮:৪৩

চট্টগ্রামে করোনায় ২০ হাজার দরিদ্র পরিবারের পাশে শাহাদাত হোসেন

চট্টগ্রামে করোনায় ২০ হাজার দরিদ্র পরিবারের পাশে শাহাদাত হোসেন

চট্টগ্রাম থেকে : করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরো'ধে সারা বিশ্বের মতো বাংলাদেশে কার্যত 'লকডাউন' পরি'স্থিতিতে বন্দর নগরী চট্টগ্রামে ২০ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সদ্য স্থ'গিত হওয়া চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির এই সভাপতি এরই মধ্যে প্রায় ৩৫টি ওয়ার্ডে প্রথম দফায় হ'তদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। আবারও দ্বিতীয় দফায় বিতরণের কাজ শুরু হচ্ছে। ঈদুল ফিতর পর্যন্ত এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহ'ত থাকবে বলে জানান ডা. শাহাদাত হোসেন।

এ ছাড়াও গত ২৩ মার্চ নির্বাচন স্থ'গিত হওয়ার আগে থেকেই তিনি মাস্ক বিতরণ শুরু করেন। গত ১৮ মার্চ থেকে তিনি প্রথম চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ শুরু করেন। এমনকি চট্টগ্রাম সিটি ভোটে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকেও তিনি মাস্ক পরিয়ে দেন।

এরপর ২৬ মার্চ থেকে লকডাউন শুরু হলে ডা. শাহাদাত হোসেন হ'তদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন। মঙ্গলবার নগরীর পাহাড়তলীর সাগরিকা এলাকায় পুরোপুরি লকডাউন ঘোষণা হলে সেখানে ৫০টি পরিবারের পাশে দাঁড়ান ডা. শাহাদাত হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে