চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নতুন ১১১ নমুনা পরীক্ষায় আরও ১৯ জনকে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে লক্ষ্মীপুরের ১৭ জন, ১ জন চট্টগ্রামের ও অপরজন ফেনী জেলার।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিষয়টি নি'শ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, আজ বৃহস্পতিবার বিআইটিআইডিতে ১১১টি নমুনা পরীক্ষায় নতুন আরও ১৯ জন করোনাভাইরাসে আক্রা'ন্ত রোগী শনা'ক্ত হয়েছে। এদের মধ্যে লক্ষ্মীপুরের ১৭ জন, ১ জন চট্টগ্রামের ও অপরজন ফেনী জেলার। চট্টগ্রামে নতুন করোনা আক্রা'ন্ত ব্যক্তি নগরের সরাইপাড়া এলাকার।
চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুয়ায়ী, চট্টগ্রামে প্রথম করোনা ভাইরাসে আক্রা'ন্ত রোগী শনা'ক্ত হয় ৩ এপ্রিল। চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি তার ওমরা ফেরত মেয়ের মাধ্যমে সং'ক্র'মিত হয়েছেন বলে ধা'রণা করা হয়। পরে ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তবে গতকাল নতুন পরীক্ষায় তিনি করোনা নেগেটিভ হয়েছেন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ করোনা থেকে মুক্তির জন্য লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে খতমে শেফা অনুষ্ঠিত হয়। সে সময়ই বিশেষজ্ঞরা আশ'ঙ্কা প্রকাশ করেছিলেন জেলাটিতে করোনা ছড়িয়ে পড়তে পারে। কারণ ভারতের রাজধানী দিল্লিতে তাবলিগ জামাতের একটি সমাবেশে যোগ দেয়া অন্তত ৫০০ জনের শরীরে করোনা ভাইরাসের সং'ক্র'মণের ঘটনা ঘটে।
অন্যদিকে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে যত মানুষ করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন, তাদের একটি বড় অংশই সেখানকার তাবলিগ জামাতের একটি ধর্মীয় জমায়েতে অংশ নিয়েছিলেন।