চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় খাবারের স'ন্ধানে লোকালয়ে এসে একটি অজগর সাপ স্থানীয়দের হাতে ধ'রা পড়েছে। রোববার সকালে প্রায় ১০ ফুট লম্বা ও প্রায় ১২ কেজি ওজনের অজগরটি হাটহাজারী পৌরসভার দেওয়ান নগর গ্রামের আজিমপাড়া এলাকার কয়েকজন স্থানীয় যুবকের হাতে ধ'রা পড়ে।
পৌরসভার ৩নং ওয়ার্ডের দেওয়ান নগর গ্রামের আজিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি কচু খেতে অজগর সাপটি দেখতে পায় গ্রামবাসী। পরে গ্রামের কয়েককজন যুবক মিলে কৌশলে সাপটি ধ'রে ফেলে এবং মে'রে ফেরার জন্য উদ্য'ত হয়।
স্থানীয় বাসিন্দা মো. লিটন নামে এক ব্যক্তির কাছে খবর পেয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের ১১ মাইল বিট কাম চেক স্টেশনের কর্মকর্তারা দ্রু'ত ঘট'নাস্থ'লে গিয়ে সাপটি তাদের হেফাজতে নেন। এরপর উক্ত এলাকার পশ্চিমে পাহাড়ের বনাঞ্চলে অজগর সাপটি অবমু'ক্ত করা হয় বলে জানান উক্ত স্টেশনের কর্মকর্তা ফরেস্টার সৌমেন বড়ুয়া।
সৌমেন বড়ুয়া জানান, নির্বি'চারে পাহাড়, বন-জঙ্গল উজা'ড় করার ফলে পাহাড়ে প্রাণীদের বসবাসের অনুপযোগী এবং চ'রম খাদ্য সং'কট দেয়া দিয়েছে। তাই বন্যপ্রাণীগুলো নিরা'পদ আশ্রয় এবং খাদ্যের জন্য লোকালয়ে ছুটে আসছে।