শনিবার, ০২ মে, ২০২০, ০৮:২৫:০৩

করোনাকে হারিয়ে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরলেন ১০ মাসের শিশু আবির

করোনাকে হারিয়ে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরলেন ১০ মাসের শিশু আবির

চট্টগ্রাম : পুরো নাম শাহরিয়ার আলম আবির। ১০ মাসের শিশুটি গত ১০ দিন ধরে জীবনপণ ল'ড়াই করে করোনাভাইরাসকে পরাস্ত করে আজ মায়ের কোলে চড়ে বাড়ি ফিরছেন। দেশের সবচেয়ে কমবয়সী করোনাভাইরাস রোগীটি পর পর দুটি নমুনায় নেগেটিভ রিপোর্ট আসার পর চট্টগ্রাম জেনারেল হাসাপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে খুশি ও আবেগ বয়ে যায়। একই সাথে পুরো দেশবাসীর জন্য একটা স্বস্থি আর খুশির বার্তাও দেন তাঁরা। 

শনিবার দুপুর দেড়টায় শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। একই সাথে ছেলেকে ১০দিন বুকে আগলে রেখেও মায়ের করোনা আক্রা'ন্ত না হওয়ার বিষয়টি চিকিৎসকদের বিষ্মত করেছে। নিজে সুস্থ হয়েও শুধু দুধের শিশুটির টানে প্রায় ৪০ জন করোনা রোগীর মধ্যে থেকে বুকের ধন আবিরকে আগলে রেখেছিলেন মা রুমা আক্তার। 

চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা গ্রামের বাসিন্দা শিশুটির বাবা মাহবুবুল আলম ওমান প্রবাসী। পরিবারের অন্য সদস্যরা লকডাউনে থাকায় গত ১০দিন ধরে বিরুদ্ধ পরিস্থিতি মা একাই ল'ড়াই করেছেন শিশুটিকে নিয়ে। 

গতকাল ছেলের সাথে রুমা আক্তারের নিজের নমুনা রিপোর্টও নেগেটিভ আসে। শনিবার দুপুরে যখন তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় তখন কা'ন্না জড়িত কণ্ঠেই বলেন, আজ আমি অনেক খুশি। ছেলের রিপোর্টের সাথে সাথে আমার রিপোর্টও নেগেটিভ এসেছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি এবং আমার ছেলে যে কষ্ট পেয়েছি আর কেউ যেন সেই কষ্ট না পায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে