রবিবার, ০৩ মে, ২০২০, ০৮:১২:৫৫

অভি'যানের পর ১৮০ টাকার সেই মাল্টার কেজি এখন ১০০

অভি'যানের পর ১৮০ টাকার সেই মাল্টার কেজি এখন ১০০

চট্টগ্রাম: এপ্রিলের প্রথম সপ্তাহে পাইকারিতে ৮০-৯০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল মাল্টা। কিন্তু রোজা শুরুর দু’দিন আগে এক লা'ফে সে দাম ১৮০ টাকায় গিয়ে ঠে'কেছিল। তবে চট্টগ্রাম জেলা প্রশাসনের দুই দ'ফা অভি'যানের পর এখন আবারও ১০০ টাকা কেজিতে মি'লছে মাল্টা।

রোববার (৩ মে) চট্টগ্রামের সবচেয়ে বড় ফলের আড়ত ফলমুণ্ডি পরিদর্শন শেষে এসব বিষয়ে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘দেশের অন্যতম বৃহৎ ফলের আড়ত ফলমু'ণ্ডিতে আজ তৃতীয় দফা অভি'যানে যায় জেলা প্রশাসনের বাজার মনি'টরিং টি'ম। এর আগে ২৯-৩০ এপ্রিল যে মাল্টা পাইকারিতে ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছিল, তা আজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অভি'যানে দেখা যায়, আড়ত থেকে প্রতি কার্টন মাল্টা ১৫০০ টাকায় (১ কার্টুনে ১৫ কেজি) বিক্রি হচ্ছে। এ সময় চট্টগ্রাম নগরের বিভিন্ন খুচরা বাজার ও বিভাগের অন্যান্য জেলায় নেয়ার জন্য অপেক্ষায় থাকা ট্রাকগুলোর চা'লান এবং ফলম'ণ্ডির মাল্টা আড়তের রশিদ চে'ক করেও এর সত্যতা পাওয়া গেছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে