সোমবার, ০১ জুন, ২০২০, ০৩:১৭:৫৭

শত চেষ্টায় মিলেনি আইসিইউ, মা'রা গেলেন চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী হাজী ইউনুছ

শত চেষ্টায় মিলেনি আইসিইউ, মা'রা গেলেন চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী হাজী ইউনুছ

নিউজ ডেস্ক : শত অনুনয় করেও ভর্তি হতে না পেরে মুমূ'র্ষু মানুষটিকে নিয়ে অসহায় স্বজনরা চেষ্টা করে গেছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। কোভিড-১৯ সন্দেহে চট্টগ্রাম নগরের কোন বেসরকারি হাসপাতাল আইসিইউ সাপোর্ট দিতে সম্মত হয়নি।  এছহাক ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ ইউনুছকে  শেষপর্যন্ত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়।

কিন্তু এর মধ্যেই রাত সাড়ে ৯টার দিকে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মৃ'ত্যুর কোলে ঢলে পড়েন চট্টগ্রামের বিশিষ্ট এই ব্যবসায়ী। রোববার (৩১ মে) সন্ধ্যা ৬টারদিকে হঠাৎ অসুস্থতাবোধ করলে পরিবারের সদস্যরা প্রথমে তাকে নিয়ে যান নগরের জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টারে। সেখানে দুইঘণ্টা অপেক্ষায় রেখে শেষপর্যন্ত ভর্তি করা যাবে না জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে রাত ৮টায় তাকে নেয়া হয় মেট্রোপলিটন হাসপাতালে। অনেক আকুতির পর সেখানে ভর্তি নেওয়া হয়। তবে তাৎক্ষণিক আইসিইউ সাপোর্ট না পাওয়ায় তার অবস্থার অবনতি হতে থাকে।

এ অবস্থায় সেখানে অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা করে চট্টগ্রাম নগরের আইসিইউ সম্বলিত সকল বেসরকারি হাসপাতালের দ্বারে দ্বারে আইসিইউ, সম্ভব না হলে এইচডিও শয্যা চাওয়া হয়। কিন্তু করোনা সন্দেহে কোনো হাসপাতালই আইসিইউ সাপোর্ট দিতে এগিয়ে আসেনি। শেষ পর্যন্ত আইসিইউ সাপোর্ট না পেয়ে সেখানেই রাত ৯টার দিকে তিনি মৃ'ত্যুবরণ করেন।

এর আগে থেকে তিনি ডায়বেটিস, কিডনি এবং হাপানি জনিত সমস্যায় ভুগছিলেন। গত ২৫ মার্চ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম ফিরেন।-আমাদেরসময়.কম 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে