শনিবার, ০৬ জুন, ২০২০, ০৪:০৫:৩৩

চবির করোনা ল্যাবে ৮১ নমুনার ৭৮টিই পজেটিভ

চবির করোনা ল্যাবে ৮১ নমুনার ৭৮টিই পজেটিভ

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রথমদিনেই ৮১টি নমুনা পরীক্ষায় ৭৮ জনের ফল পজেটিভ আসে। 

শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে একদিনের রিপোর্ট প্রকাশিত হয় বলে জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর ও করোনভাইরাস ডিটেকশন কমিটির সদস্য এস এম মনিরুল হাসান।

এর আগে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক হাজার কিট ‘ত্রু'টিপূর্ণ’ থাকায় বৃহস্পতিবার (৪ জুন) ফেরত পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় প্রক্টর ও করোনভাইরাস ডিটেকশন কমিটির সদস্য এস এম মনিরুল হাসান বলেন, শুক্রবার থেকে জীববিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগার ল্যাবে করোনা শ'নাক্তকরণ পরীক্ষা শুরু হয়। এতে শুধু হাটহাজারীর ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৮ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক হাজার কিট ‘ত্রু'টিপূর্ণ’ থাকায় বৃহস্পতিবার (৪ জুন) তা ফেরত পাঠানো হয়েছে। একইদিনে নতুন ৫শ’ কিট স্বাস্থ্য অধিদফতর থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা গত সোমবার (১ জুন) হাটহাজারী থেকে পাঠানো ৮১টি নমুনা পরীক্ষা করে ৭৮ জন করোনা রোগী শনা'ক্ত করি।

অধ্যাপক মনিরুল বলেন, নমুনা যাদের সংগ্রহ করা হয়েছে তাদের সকলেরই উপসর্গ আছে। আমরা সতর্কতার সাথে নমুনাগুলো পরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করছি।

এদিকে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো তথ্য মতে, গত ৩ এপ্রিল থেকে হাটহাজারীতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হয়। এ পর্যন্ত ওই উপজেলায় ৮৬৬টি নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা পজেটিভ আসে। যা শতকরা ২৪ শতাংশ।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, গত দু’মাসে আমাদের উপজেলার আক্রা'ন্তের হার অনুযায়ী আজকের ৮১টির মধ্যে ৭৮ জন শনা'ক্ত হওয়া সন্দেহজনক। আমি উপজেলা স্বাস্থ্য অফিসারের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা পরীক্ষার ফলাফলটা রি-চেক করতে অনুরোধ করেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে