রাউজান : দুই দিন আগে মা মা'রা গেছেন। তিন দিনের মাথায় করোনাভাইরাস আক্রা'ন্ত হয়ে মারা গেলেন ছেলে। রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এক পরিবার এই মর্মা'ন্তিক ঘটনার শি'কার হয়েছেন। করোনায় মা'রা যাওয়া মো. দিদারুল আলম (৭০) রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডেপুটি বাড়ির মরহুম আবু তাহের চৌধুরীর দ্বিতীয় ছেলে। তিনি প্রাইম ব্যাংকের সাবেক ভিপি ছিলেন।
মৃ'ত দিদারের আত্মীয় হামিদুল ইসলাম টিটু, রহুল আমিনসহ পরিচিতজনেরা জানান, করোনা আক্রা'ন্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ৬টার দিকে মা'রা যান দিদার। মরহু'ম দিদাররা ২ ভাই, ৫ বোন। দিদার ৪ সন্তানের জনক ছিলেন। দা'ফনে উপস্থিত থাকা স্থানীয় পৌর কাউন্সিলর জানে আলম জনি বলেন, ‘আছড়ের নামাজের আগে আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কর্মিরা স্বাস্থ্যবিধি মেনে জানাজাশেষে রাউজানের গ্রামের বাড়িতে মায়ের কব'রের পাশেই দিদারকে দা'ফন করেন।
দিদারের নিকটত্মীয়রা জানান, দুই দিন আগে ডায়াবেটিক ও হার্টের সমস্যায় ভু'গে বার্ধক্যজনিত কারণে সোমবার মা'রা যান দিদারের বৃদ্ধ মা জোবেদা বেগম। তিন দিনের ব্যবধানে তার দ্বিতীয় ছেলে দিদার করোনাভাইরাস আক্রা'ন্ত হয়ে মা'রা গেলেন। এই ঘটনায় ওই পরিবার ও প্রতিবেশীদের মাঝে শো'কের ছায়া নেমে এসেছে।