বুধবার, ১৭ জুন, ২০২০, ১০:৩৯:১৭

হাটহাজারী মাদ্রাসার মজলিসে শূরার বৈঠকে কি ঘটেছে? বিস্তারিত জানালেন আল্লামা বাবুনগরী

হাটহাজারী মাদ্রাসার মজলিসে শূরার বৈঠকে কি ঘটেছে? বিস্তারিত জানালেন আল্লামা বাবুনগরী

চট্টগ্রাম থেকে : মজলিসে শূরার সদস্যদের কাছে হাটহাজারী মাদ্রাসার মুঈনে মোহতামিম বা সহযোগী পরিচালকের পদ থেকে সরাসরি পদত্যাগ বা পদত্যাগের বিষয়ে কোনো প্রকারের সম্মতি প্রকাশ করেননি আল্লামা জুনায়েদ বাবুনগরী। বুধবার রাতে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি ।

আল্লামা বাবুনগরী বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে আজ হাটহাজারী মাদ্রাসার মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের শেষ পর্যায়ে কিছু বিষয় সম্পর্কে জানতে আমাকে বৈঠকে ডাকা হয়েছে। সেসব বিষয়ে আমি আমার সুস্পষ্ট বক্তব্য শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও শূরার সদস্যদের সামনে উপস্থাপন করেছি।

তিনি বলেন, বৈঠকে শূরার সদস্যদের কাছে মুঈনে মোহতামিমের পদ থেকে পদত্যাগ চাওয়া বা পদত্যাগের বিষয়ে কোনো ধ'রনের সম্মতি আমি প্রকাশ করিনি। এবং এই বৈঠকে আমাকে মুঈনে মোহতামিমের পদ থেকে অব্যা'হতি দেয়ার বিষয়ে শূরার সদস্যরা আমাকে কিছুই বলেননি। বৈঠক শেষ হওয়ার অনেক পরে একজন শূরা সদস্য মুঈনে মোহতামিমের পদ থেকে আমাকে অব্যাহতির বিষয়টি জানিয়েছেন।

আল্লামা বাবুনগরী আরও বলেন, আমি জানতে পেরেছি, মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজে মাওলানা নোমান ফয়জীর বরাতে এবং একটি ইলেকট্রনিক মিডিয়ায় মাওলানা নুরুল আমীনের বরাতে প্রচারিত হচ্ছে যে, আমি মজলিসে শূরার সদস্যদের কাছে মুঈনে মোহতামিম বা সহযোগী পরিচালকের পদ থেকে পদত্যাগের সম্মতি প্রকাশ করায় তারা আমাকে উক্ত পদ থেকে অব্যা'হতি দিয়েছেন। অথচ এ কথা ভিত্তিহিন। আমি শূরার সদস্যদের কাছে পদত্যাগ চাইনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে