শনিবার, ২০ জুন, ২০২০, ০৮:৩৯:১২

এবার আল্লামা শফির নিয়'ন্ত্রণে ঐতিহ্যবাহী নাজিরহাট বড় মাদ্রাসা

এবার আল্লামা শফির নিয়'ন্ত্রণে ঐতিহ্যবাহী নাজিরহাট বড় মাদ্রাসা

চট্টগ্রাম থেকে : এবার হেফা'জতের আমীর আল্লামা শাহ আহমদ শফির নিয়'ন্ত্রণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাজিরহাট বড় মাদরাসা। মাদ্রাসার মোহতামিম শায়খুল হাদিস আল্লামা আলহাজ্ব শাহ মো. ইদ্রিচ ইন্তে'কাল করায় মোহতামিম পদে নিজেদের পছন্দের লোক নিয়ো'গ দেন আল্লামা শফি।

সম্প্র'তি হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক থেকে হেফা'জত ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে স'রাতে শূ'রা সদস্যের বৈঠ'ক অনুষ্ঠিত হলেও নাজিরহাট বড় মাদ্রাসায় মোহতামিম নিয়ো'গে সেই নিয়ম কা'নুনের তো'য়া'ক্কা করেননি আল্লামা শফি। তিনি মাওলানা ছলিমুল্লাহকে মোহতামীম নিয়ো'গ দেন।

যা কোনমতেই মা'ন'ছে না স্থানীয় লোকজন ও মাদ্রাসা সং'শ্লি'ষ্টরা। এ নিয়ে হেফা'জতের সাবেক শীর্ষ নেতা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে আল্লামা শফির বি'রো'ধ প্র'কা'শ্যে রূ'প নিয়েছে। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফা'জতের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর মামা। তিনি বর্তমান ফটিকছড়ি উপজেলার নানুপুর বাবুনগর মাদ্রাসার মোহতামিম এবং নাজিরহাট বড় মাদ্রাসার অন্যতম শূ'রা সদস্য।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, দীর্ঘদিন ধ'রে হাটহাজারী মাদরাসার পরিচালক মাওলানা আহমদ শফি নাজিরহাট মাদরাসার মুহাদ্দিস মাওলানা ছলিমুল্লাহকে নাজিরহাট মাদরাসার পরিচালক নিয়ো'গ দেয়ার জন্য অবৈ'ধ সব প'ন্থা অ'বল'ম্বন করে আসছেন। এতে এলাকাবাসী উ'ত্তে'জি'ত ও বি'ক্ষু'ব্ধ। আমি বি'ক্ষু'ব্ধ এলাকাবাসীকে এখনও নিয়'ন্ত্রণে রেখে শান্তি র'ক্ষা'র স্বা'র্থে সব প্রকার উ'স্কা'নিমূ'লক তৎ'পরতায় ধৈ'র্য ধা'রণের নির্দে'শ দিয়েছি। আমি বলেছি, যা হবে আইন ও শু'রার মাধ্যমে হবে।

কিন্তু কোন আইন ও নিয়'ম কা'নুনের তো'য়া'ক্কা না করে আল্লামা শফি এবং তার পক্ষের লোকজন নাজিরহাট বড় মাদরাসার পরিচালক পদে নিজেদের পছন্দের মাওলানা ছলিমুল্লাহকে ব'সানোর তৎ'পরতা শুরু করে। ইতোমধ্যে আল্লামা শফি এক ভিডিও বার্তায় মাওলানা ছলিমুল্লাহকে নাজিরহাট মাদরাসার মুহতামিম নিয়ো'গের ঘো'ষণা দেন। তবে তার এই ঘো'ষণার প্রতি'বাদ জানিয়েছে এলাকাবাসী।

এ নিয়ে বৃহত্তর ফটিকছড়িবাসীর পক্ষে অ'ভিযো'গ তু'লেন টিম্বার্স ব্যবসায়ী ইদ্রিছ সওদাগর, ন্যাসকো গ্রুপের চেয়ারম্যান সোলায়মান, বাংলাদেশ মুক্তিযু'দ্ধা সংসদ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আবুল মনসুর, নাজিরহাট বড় মাদ্রাসা সংর'ক্ষ'ণ পরিষদ এর সভাপতি ইউছুপ আনছারি ও সেক্রে'টারি আবু তাহের সওদাগর, নাজিরহাট পৌর আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক আলী আকবর জুনু।

নাজিরহাট বড় মাদরাসা সংর'ক্ষণ পরিষদের সভাপতি ইউসুফ আনছারী বলেন, ১০৭ বছরের ঐহি'ত্যবাহী এ মাদরাসার মুহতামিম আল্লামা ইদ্রিচ সদ্য প্রয়া'ত হলে মাদরাসার শিক্ষক ছলিমুল্লাহ কোনো নিয়'মনী'তির তোয়া'ক্কা না করে নিজেকে মুহতামীম দা'বি করে জো'রপূ'র্বক মাদরাসা পরিচালনার অ'পচে'ষ্টা চা'লা'চ্ছে। সে নিয়'মানু'যায়ী শু'রা (নী'তিনির্ধা'রণী) বৈঠক আয়োজনে বা'ধা এবং শু'রা সদস্যদের নানাভাবে হু'ম'কি-ধা'ম'কি প্রদা'ন করছে।

ফলে এলাকাবাসীর মধ্যে চা'পা ক্ষো'ভ ও উত্তে'জ'না বিরা'জ করছে। এ মাওলানার বি'রু'দ্ধে বর্তমানে অর্থ কে'লে'ঙ্কারিসহ বিভিন্ন অভিযো'গে সাতটি মা'ম'লা বিচা'রাধী'ন। ইতোপূর্বে তাকে আর্থিক কে'লে'ঙ্কারির কারণে মাদরাসার দায়িত্ব থেকেও অ'ব্যা'হ'তি দিয়েছিল শু'রা বোর্ড। তিনি আরও বলেন, ধর্মপ্রাণ ফটিকছড়িবাসী ছলিমুল্লাহকে ঐতিহ্যবাহী এ মাদরাসার মোহতামীম হিসেবে কখনো মে'নে নেবে না।

এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ না করায় আল্লামা শফির সাথে কথা বলা সম্ভব হয়নি। এমনকি তার ছেলে মাওলানা আনাস মাদানীও ফোন রিসিভ করেননি। মেসেজ দিলেও কোন রকম সা'ড়া দেননি তারা। তবে আল্লামা শফীর পক্ষের কয়েকজন বলছেন, নাজিরহাট বড় মাদরাসার মুতাওয়াল্লি হিসেবে আল্লামা শফি এ সিদ্ধা'ন্ত নিতেই পারেন।

উল্লেখ্য, ফটিকছড়ি থানার অ'ন্ত'র্গত নাজিরহাট পৌরসভার দী'র্ঘ ১০৯ বছরের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্টান আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম প্রকা'শ নাজিরহাট বড় মাদ্রাসা। উ'ক্ত প্রতিষ্টানটি ১৩ জন বিশিষ্ট সূরা সদস্য কমিটি দ্বারা অত্যন্ত সুনামের সহিত এযাবৎ কাল পরিচালিত হয়ে আসছে। উক্ত সূ'রা সদস্যরা মাদ্রাসার মোহতামিম নিয়োগ ও অন্যান্য বিষয়ে পর্যালোচনার মাধ্যমে সিদ্ধা'ন্ত গ্রহন করে থাকেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে