মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২০, ১০:৫১:৪১

ইসলামের বিরু'দ্ধে কথা বললে পুনরায় গর্জে উঠবে হেফাজতে ইসলাম: আল্লামা শফী

ইসলামের বিরু'দ্ধে কথা বললে পুনরায় গর্জে উঠবে হেফাজতে ইসলাম: আল্লামা শফী

চট্টগ্রাম থেকে : হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, দেশের কোটি কোটি মানুষের ঈমান-আকিদা ও ইসলামী মূল্যবোধ সুর'ক্ষায় হেফাজতের কর্মীরা রাজপথে বুকের তা'জা র'ক্ত ঢেলে দিয়েছে। আবারও যদি কেউ আল্লাহ ও তার রাসুল (স), সাহাবায়ে কিরাম তথা ইসলামের বি'রু'দ্ধে কোন কথা বলে তবে হেফাজতে ইসলাম পুন'রায় গ'র্জে উঠবে।

এ সময় হেফাজতের বি'রু'দ্ধে কোনো দু'ষ্টচ'ক্রের ষ'ড়য'ন্ত্র ব'রদা'শত করা হবে না মন্তব্য করেন আল্লামা শফি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে আল্লামা শফী বলেন, হযরত রাসুলে কারিম (স) শান-মান, সাহাবায়ে কিরামের আজমতসহ ইসলামের ই'জ্জ'ত-সম্মান ও প্রাধান্য সুর'ক্ষায় হেফাজতে ইসলামের আত্মপ্রকাশ। 

জাতির এক ক্রা'ন্তিল'গ্নে দেশের না'স্তিক্যবা'দী অ'পশ'ক্তি যখন প্রকাশ্যভাবে আল্লাহ ও তার রাসুল (স) এবং ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়াবলীর সুস্পষ্ট বিদ্রো'হ ঘোষণা করে, অ'পমা'নকর বক্তব্য প্রদান করে, তখনই হেফাজতে ইসলাম এসবের বি'রু'দ্ধে গ'র্জে উঠে।

তিনি আরো বলেন, না'স্তিক্যবা'দী অ'পশ'ক্তি প্রকা'শ্যভাবে হেফাজতে ইসলামের মো'কাবিলা করতে পারবে না। ইসলাম বিরো'ধী ওই অ'পশ'ক্তি প্রকাশ্য মো'কাবি'লায় ব্য'র্থ হয়ে ইদানিং পেছনের দরজায় হা'মলা করছে বলে মনে হয়। হেফাজতের ভেতরে ঘা'পটি মে'রে বসে থাকা একটি সি'ন্ডিকে'ট জ্ঞা'তে-অজ্ঞা'তে আজ না'স্তিক্যবা'দীর খেলনায় পরিণত হয়েছে। তারা ভেতরে থেকে হেফাজতে ইসলাম, হেফাজতের ত্যা'গী নেতাদের, আমার ও আমার ছেলের বি'রু'দ্ধে অ'পপ্র'চারে লি'প্ত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে