সোমবার, ১৩ জুলাই, ২০২০, ০৯:৪১:৪১

করোনায় মা'রা গেলেন সিএমপি’র ডিসি মিজানুর রহমান

 করোনায় মা'রা গেলেন সিএমপি’র ডিসি মিজানুর রহমান

চট্টগ্রাম: প্রাণঘা'তী করোনাভাইরাসের সাথে ২১ দিন ল'ড়াই করার পর অবশেষে হে'রে গেলেন চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান। সোমবার (১৩ জুলাই) ভোররাতে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিএমপির মুখপাত্র ও গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম মাহমুদ গণমাধ্যমকে বলেন, গত ২৩ জুন মিজান স্যারের শরীরে করোনা ধ'রা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য স্যারকে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকায় নিয়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার গু'রুতর অবনতি হতে থাকলে গত ৯ জুলাই থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত সেখানেই তিনি মা'রা গেলেন।

করোনা মহামা'রির পর থেকেই নগরবাসীকে করোনা ভাইরাসের সং'ক্রমণ থেকে রক্ষা করতে দায়িত্বশীল ভূমিকা রেখেছিলেন ডিসি মিজানুর রহমান। জনসাধারণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর, সচেতনতা সৃষ্টি, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী, ত্রাণ বিতরণসহ আরও বিভিন্ন ক্ষেত্রে তিনি সরাসরি মাঠপর্যায়ে থেকে ত'দারকি করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে