শনিবার, ২৫ জুলাই, ২০২০, ০৬:০৩:৪৯

হাসপাতাল থেকে সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন আল্লামা শফী

হাসপাতাল থেকে সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন আল্লামা শফী

চট্টগ্রাম থেকে : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরে আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে ফিরেছেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার দুপুরে প্রবীণ এ আলেমকে ছাড়পত্র দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। 

এরআগে মঙ্গলবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দেশের শীর্ষ এ কওমী আলেম। পরে তাকে চমেক হাসপাতালের আইসিইউ'তে ভর্তি করা হয়। আল্লামা শফীর পুত্র মাওলানা আনাস মাদানী বলেন, শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় চিকিৎসকরা ওনাকে ছাড়পত্র দেন। ওনার বর্তমান অবস্থা আগের তুলনায় ভালো। হাসপাতাল থেকে ফিরে তিনি হাটহাজারী মাদ্রাসায় উঠেছেন। এখানেই তিনি অবস্থান করবেন।

প্রসঙ্গত, দেশের শীর্ষ কওমী আলেমা আল্লামা আহমেদ শরীরে বাসা বেঁ'ধেছে নানা রো'গ। ১০৫ বছর বয়সী এ প্রবীণ আলেম ডায়াবেটিকস, উচ্চ রক্তচা'পসহ বা'র্ধক্যজনিত রো'গে ভু'গছেন। ফলে প্রায় ওনাকে হাসপাতালে ভর্তি হতে হয়। গত দেড় মাসে শরীরে নানা জ'টিলতা দেখা দিলে দুইবার চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিতে হয় বড় হুজুর খ্যাত আল্লামা শফীকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে