রবিবার, ২৬ জুলাই, ২০২০, ১২:৫৯:০০

ঝাঁ'কে ঝাঁ'কে ধ'রা পড়ছে রূপালি ইলিশ

ঝাঁ'কে ঝাঁ'কে ধ'রা পড়ছে রূপালি ইলিশ

নিউজ ডেস্ক : ঝাঁ'কে ঝাঁ'কে ধ'রা পড়ছে রূপালি ইলিশ। নিষে'ধাজ্ঞা শেষে চট্টগ্রাম নগরীর চট্টগ্রামের বৃহত্তম মাছের আড়ত শতবছরের ঐতিহ্যবাহী ফিশারি ঘাটে ফিরতে শুরু করেছে ইলিশ বোঝাই নৌকা। চারদিকে রূপালি ইলিশের ছড়াছড়ি। প্রায় দুই মাসের ‘নিরবতা’ ভে'ঙে শনিবার থেকে কর্মচঞ্চল হয়ে উঠেছে ফিশারি ঘাট।

গত ২০ মে থেকে ২৩ জুলাই- ৬৫ দিন সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও আহরণ নিশ্চিতে সাগরে সব ধরনের মাছ ধ'রায় নিষে'ধাজ্ঞা দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নিষে'ধাজ্ঞা শেষে ২৩ জুলাই বৃহস্পতিবার রাতে ইলিশ, লইট্টাসহ নানা ধরনের সামুদ্রিক মাছের খোঁ'জে ট্রলার, বোট নিয়ে বেরিয়ে পড়েন চট্টগ্রামের প্রায় ৭০০ জেলে।

নিষে'ধাজ্ঞা শেষ হলে শুক্রবার রাতে প্রথমবারের মতো কিছু জেলে ২৫-৩০টি ইলিশ বোঝাই ট্রলার, ২০-২৫টি লইট্টা মাছ বোঝাই ট্রলার এবং ৫টি অন্যান্য সামুদ্রিক মাছ বোঝাই ট্রলার নিয়ে ফিশারি ঘাটে ফেরেন।

শনিবার সকালে ট্রলার থেকে ইলিশসহ এসব সামুদ্রিক মাছ আড়তে নিয়ে আসা হয়। এদিন ৭০০-৮০০ গ্রামের ইলিশ প্রতি মন ১৮ হাজার, ৫০০-৬০০ গ্রামের ইলিশ প্রতি মন ১৪ হাজার টাকায় এবং এর চেয়ে ছোট ইলিশ প্রতি মন ১২ হাজার টাকায় বিক্রি হয় ফিশারি ঘাটে।

বিভিন্ন আড়তে ট্রলার থেকে ইলিশ নিয়ে সাজিয়ে তা বাজারজাত করা হচ্ছে। জেলেদের ধ'রা ইলিশ আড়তে তুলে হাঁ'কডাক দেওয়া হচ্ছে।   নির্ধারিত দামে সেসব ইলিশ কিনে নিচ্ছেন বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ক্রেতারা। এরপর রওনা হচ্ছে দূর-দূরান্তে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে