শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ১১:২৩:২৪

করোনায়ও ঝুঁ'কি নিয়েই নাড়ির টানে ছুটছে নগরবাসী

করোনায়ও ঝুঁ'কি নিয়েই নাড়ির টানে ছুটছে নগরবাসী

চট্টগ্রাম: করোনাভাইরাস সং'ক্রমণের কারণে ঈদুল ফিতরের সময় অধিকাংশ মানুষই যেতে পারেননি গ্রামের বাড়ি। দুই মাস পর এখন সং'ক্রমণ কিছুটা কমছে। ফলে ঈদুল আজহায় গ্রামের বাড়ির পানে ছুটছে নগরবাসী। মৃ'ত্যু কমলেও প্রতিদিনই নতুন করে আক্রা'ন্ত হওয়ায় ঝুঁ'কি থেকে যায়। তবুও ঝুঁ'কি নিয়েই বাড়ি ফিরছেন চট্টগ্রাম নগরবাসী।

খোঁ'জ নিয়ে জানা যায়, চট্টগ্রাম নগর ও উপজেলার বাজারগুলোতে দেদার চলছে কোরবানির পশুর বিকিকিনি। কোথাও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। বাজারে মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকেই পরছেন না। অনেকের কাছে এটি এখন তুচ্ছ বিষয়। অন্যদিকে, নগরের মানুষ ব্যস্ত এখন বাড়ি ফেরায়। নগরের প্রবেশপথ কর্ণফুলী ব্রিজ এলাকা, সিটি গেট, কাপ্তাই রাস্তার মাথা ও অক্সিজেন মোড়ে গণপরিবহনগুলোতে ভি'ড় লক্ষণীয়। গতকাল দুপুরে কর্ণফুলী ব্রিজ এলাকায় দেখা যায়, অসংখ্য মানুষ বাড়ির পানে ছুটতে গাড়ির জন্য অপেক্ষা করছে। অনেকে প্রাইভেট গাড়ি বা অটোরিকশা নিয়ে যাচ্ছে বাড়িতে। পটিয়ার যাত্রী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘চাকরির কারণে শহরে থাকি।

গত ঈদুল ফিতরের সময় বাড়ি যেতে পারিনি। তাই এবার সপরিবারে বাড়ি যাচ্ছি।’ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, ‘উপজেলার বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তাছাড়া বাজারগুলোতে নিয়মিত অভি'যানও পরিচালিত হয়।’ 

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘কোরবানির সময় বাড়ি ফেরা এবং নগরে ফেরা- দুটোতেই ঝুঁ'কি আছে। বিষয়টা সবাই অবগত। তবুও অভ্যাসগত হোক বা নাড়ির টানে হোক সবাই বাড়ি যাচ্ছে। তবে এ  যাত্রাটা কোনোমতেই ঝুঁ'কিমুক্ত নয়। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন হয়ে যাতায়াত করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে