চট্টগ্রাম থেকে : দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলামের শিক্ষার্থীরা বি'ক্ষো'ভ করছেন। মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানীকে মাদ্রাসা থেকে ব'হি'ষ্কা'রসহ পাঁচ দফা দাবিতে এই আ'ন্দো'লন করছেন তারা।
বুধবার দুপুর থেকে মাদ্রাসার ভেতরে মাঠে জড়ো হয়ে বি'ক্ষো'ভ শুরু করেন শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বি'ক্ষো'ভ চলছিল। দাবি না মানা পর্যন্ত আ'ন্দো'লন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আ'ন্দো'লন চলাকালে বি'ক্ষু'ব্ধ শিক্ষার্থীরা আনাস মাদানীর রুমে ঢুকে ভা'ঙচুর চালিয়েছে বলে জানিয়েছেন প্র'ত্য'ক্ষদ'র্শীরা। এ সময় আনাস মাদানী মাদ্রাসার বাইরে ছিলেন বলে জানা গেছে।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে: মাওলানা আনাস মাদানীকে অন'তিবি'লম্বে মাদ্রাসা থেকে ব'হি'ষ্কার করতে হবে; ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও স'বধ'রনের হ'য়রা'নি বন্ধ করতে হবে; আল্লামা আহমদ শফী অ'ক্ষ'ম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অ'ব্যাহ'তি দিয়ে উপদেষ্টা বানাতে হবে; উ'স্তা'দদের পূর্ণ অধি'কার ও নিয়োগ-বিয়োগকে শূরার কাছে পূর্ণ ন্য'স্ত করতে হবে; বিগত শূ'রার হক্কা'নি আলেমদেরকে পু'নর্ব'হাল ও বি'ত'র্কিত সদস্যদের প'দচ্যু'ত করতে হবে।
প্রাচীন হাটহাজারী মাদ্রাসার অভ্য'ন্তরীণ বিষয়ে অ'স্থি'রতা চলছে দী'র্ঘদিন ধ'রেই। হেফাজতে আমির আল্লামা শাহ আহমদ শফী এবং মহাসচিব জুনায়েদ বাবুনগরীর সমর্থকদের মধ্যে বি'রো'ধ চলে আসছে। এদিকে আ'ন্দো'লনের খবর পেয়ে আ'ইনশৃ'ঙ্খ'লা বা'হি'নীর বিপুলসংখ্যক সদস্য হাটহাজারী মাদ্রাসার গেইটের বাইরে অবস্থান করছে। মাদ্রাসার গেইট ব'ন্ধ থাকায় তারা ভেতরে ঢু'কতে পারছে না। পরি'স্থিতি স্বাভাবিক করতে হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষকরা বৈঠকে বসেছেন।