চট্টগ্রাম থেকে : শুধু হাটহাজারী মাদ্রাসা নয়, কওমি অঙনের মূল সংগঠন হেফাজতে ইসলামির শিরোমনি ছিলেন আল্লামা শাহ আহমদ শফি। তিনি যাই বলতেন তাই শেষ কথা ছিল একসময়। সম্মানের এমন আসনে আসীন ছিলেন তিনি। কিন্তু হঠাৎ মাত্র দু'দিনের ছাত্র বি'ক্ষো'ভে প'ত'ন হল আল্লামা শফির।
হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আ'ন্দো'লনের মধ্যে বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল বোর্ডে বসেন। শারীরিক অবস্থা সং'ক'টাপ'ন্ন হওয়ায় দুপুরের দিকে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন অবস্থায় আল্লামা মারা শফী যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ১০৫ বছর। ডায়াবেটিস, উচ্চ র'ক্তচা'পসহ বা'র্ধক্যজ'নিত রো'গে ভু'গছিলেন। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গত কয়েক মাসে শরীরে নানা জ'টি'লতা দেখা দিয়েছে তার।
আল্লামা শফি গত তিন দশকেরও বেশি সময় ধ'রে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে দুই দশক তিনি শিক্ষকতা করেছেন এই মাদ্রাসায়। মাদ্রাসার অধিকাংশ শিক্ষক তার ছাত্র। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে। তার মৃত্যুতে থমথমে হাটহাজারী।