নিউজ ডেস্ক : চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম বা মহাপরিচালকের পদ থেকে সরে যাওয়ার একদিন পরই হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন হেফাজত আল্লামা শফী।
রাত ১০ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের মাদ্রাসার শুরা সদস্য ও নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাউদ্দিন এ ঘোষণা পাঠ করে শোনান। ঘোষণায় বলা হয়, মহাপরিচালকের পদ থেকে স'রে যাওয়ায় আল্লামা শফীকে সদরে মুহতামিম বা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে পদত্যা'গ করার পর আল্লামা শফী অ'সু'স্থ হয়ে পড়েন। পড়ে তাকে চট্টগ্রাম মেডিকেলে আইসিইউ ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অ'বন'তি হওয়ার পর শুক্রবার বিকালে তাকে ঢাকায় আনার পরই তার মৃ'ত্যু হয়।
হেফাজতের আমির আল্লামা শফীর স্মৃ'তিচা'রণ করে তার সাবেক প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ বলেন, আমি ১৯৯৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ওনার সঙ্গে ছিলাম। হুজুর অত্যন্ত সহজ, সরল ছিলেন। ব্যক্তি জীবনে খুবই কর্তব্যনিষ্ঠ ছিলেন। ঈমান-আক্বীদার বিষয়ে ছিলেন আ'পো'ষহী'ন। তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি অর্থনৈতিক লেনদেনে খুবই স্বচ্ছ ছিলেন।