রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০, ০৩:৪০:২৭

রায় ঘোষণা; ১০ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

 রায় ঘোষণা; ১০ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম: সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। 

আজ রবিবার দুপুরে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত এই আদেশ দেন। মামলার দণ্ডপ্রাপ্ত ও চার্জশিট ভুক্ত আসামি মোহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী মারা যান। 

অন্য আসামিরা হলেন নেজাম উদ্দিন, মো. ইদ্রিস, জাহেদ, আবু মোহাম্মদ রাশেদ, ফারুক আহমদ, হারুনুর রশিদ, জিল্লুর রহমান, মো. রফিক, ইমতিয়াজ প্রকাশ মানিক ও তাহের। এছাড়া রায়ে আরও ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী এসইউএম নুরুল ইসলাম বলেন, ১৯৯৯ সালে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় প্রায় ২১ বছর পর ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক।

আমজাদ হোসেনের স্ত্রী ও মামলার বাদী সৈয়দা রওশন আক্তার বলেন, স্বামী হত্যার বিচার চেয়ে ২১ বছর অপেক্ষা করেছি। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়ে আমি আনন্দিত। আমি আদালতের এই রায় দ্রুত কার্যকর হোক এটাই চাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে