চট্টগ্রাম থেকে : বিজয় দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ১০-১২ জন নেতাকর্মী। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অতর্কিত এ হামলা চালানো হয়।
এ বিষয়ে চবি ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন বলেন, বিশ্ববিদ্যালয়ে ফুল দিতে গেলে ছাত্রলীগের ২৫-৩০ জন কর্মী আমাদের উপর অতর্কিতে হামলা করেছে। পাঁচজনের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে তারা। আমরা হাটহাজারীর আলিফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক হাসান আহমেদ মুমূর্ষু অবস্থায় আছে। এছাড়াও আমি, যুগ্ম সম্পাদক আরাফাত খান, জসিম উদ্দিনসহ মোট ১০-১২ জননেতাকর্মী গুরুতর আহত হয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু বলেন, 'ছাত্রদল ফুল দেওয়ার নামে নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে এসেছিল। আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে।' বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, 'বিষয়টি আমরা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নিতে পারব।'